Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমায়ূন আহমেদের জন্মদিনে দুরন্ততে ‘বোতল ভূত’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ নভেম্বর ২০২৫ ১৯:১৫

হুমায়ুন নামের এক দুষ্টু ছেলে এই গল্পের কেন্দ্রবিন্দু। হুমায়ুন ছাত্র হিসাবে ভালো নয়। ক্লাসের ৩২ জনের মধ্যে ওর রোল ৩২। তবে ওদের ক্লাসে যে ছেলেটা একদম কথা বলে না, সে হল মুনির। ও কিন্তু খুব ভালো ছাত্র। মুনির হুমায়ুনকে নিজে থেকেই জিজ্ঞেস করে, ভূত পুষবে নাকি? একদিন দেখতে অবিকল রবীন্দ্রনাথের মতো এক লোক বোতলে ভরে একটা ভূত উপহার দিল হুমায়ুনকে। এই ভূত আর হুমায়ুনকে নিয়েই ‘বোতল ভূত’-এর গল্প।

হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে সিনেমা ‘বোতল ভূত’ দুরন্ত টিভিতে প্রচারিত হবে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টায়। অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহ্নাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি, মোঃ ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী এবং তাহজীব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর