প্রার্থনা ফারদিন দীঘি— বাংলাদেশি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়া এক পরিচিত মুখ। শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন হাতেখড়ি বয়সেই। তারপর বড় হয়েছেন, সময় পরিবর্তন হয়েছে, ভঙ্গি ও ভাবনায় এসেছে পরিণতি। তবে আলোচনার কেন্দ্র থেকে কখনও পুরোপুরি সরে যাননি। সমালোচনা, আলোচনা— সব মিলিয়ে তার পথটা ছিল চড়াই-উৎরাইয়ের।
সম্প্রতি আবারও নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন ‘জংলি’ সিনেমার মাধ্যমে। দর্শকের প্রশংসা ও ভালোবাসায় তার দ্বিতীয় অধ্যায় যেন নতুন রঙে সাজছে। এখন তিনি ব্যস্ত নতুন কিছু প্রজেক্ট নিয়ে—‘বরবাদ’ সিনেমার কাজ চলছে, আর ‘বিদায়’ ছবিতে কাজ করছেন অভিনেতা বাপ্পারাজের সঙ্গে।
এই ব্যস্ততার মাঝেই কাজের সূত্রে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন দীঘি। প্রতিদিনের মতোই সে দিন সকালেও তিনি রুম পরিষ্কার করার অনুরোধ দিয়ে বেরিয়ে যান। সাধারণ রুটিন— তবে ফিরে এসে যা দেখলেন, তা মোটেও সাধারণ নয়।
টেবিলের ওপর রাখা ছিল এক টুকরো ছোট চিরকুট। পাতায় পাতায় নয়, ছিল মাত্র কয়েকটি লাইন— তবু সেই লাইনগুলোয় ছিল ভক্তির আবেগ, ছিল অনুরাগের নরম স্পর্শ।
চিরকুটটি লিখেছেন হোটেলের পরিচ্ছন্নতাকর্মী, সম্ভবত বাঙালি। তাতে জানানো হয়েছে দেখা করার আকাঙ্ক্ষা। ডিজিটাল যুগের মাঝেও চিঠির এমন ব্যক্তিগত ছোঁয়া দীঘিকে ছুঁয়ে গেছে গভীরভাবে।
চিঠিটা হাতে নিয়ে আবেগ সামলাতে পারেননি দীঘি। নিজের ফেসবুকে চিরকুটটি শেয়ার করে লিখেছেন, ‘ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এভাবে একটু দেখা করতে চাইছে—ব্যাপারটা খুব মিষ্টি লাগলো।’
তার আরও অনুভব— ‘এই নোটের মাধ্যমে আবারও নতুন করে উপলব্ধি করলাম, ভালোবাসা এখনও চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্যই আমি এখনও নিজের পায়ে দাঁড়িয়ে আছি।’
স্টারডমের ঝলমলে আলোয় থেকেও এভাবে সাধারণ মানুষের আবেগকে মূল্য দেওয়া— এটাই হয়তো একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি।
দীঘির ক্যারিয়ার ঘুরে দাঁড়াচ্ছে, এটা যেমন সত্যি— তেমনি এটাও সত্যি যে তার প্রতি মানুষের ভালোবাসা কমেনি। বরং দূর দেশে, অপরিচিত শহরের এক হোটেল কর্মীর নিঃশব্দ শ্রদ্ধা যেন প্রমাণ করে, তারকার জনপ্রিয়তা কেবল পর্দায় নয়, মানুষের হৃদয়ে বেঁচে থাকে।
চিঠির ভাঁজে লুকিয়ে থাকা আন্তরিকতা, সেই চিঠির ভাষায় প্রকাশ পাওয়া ভক্তির ছোঁয়া— সব মিলিয়ে এটি শুধু একটি ঘটনা নয়, বরং ভালোবাসার এক সরল, মানবিক গল্প। যে ভালোবাসা সোশ্যাল মিডিয়ার লাইক-কমেন্টের ভিড়ে আজও চিঠির পাতায় ধরে রাখে তার পুরোনো উষ্ণতা।