Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার ফিউচার হিরোইনের নাম হানিয়া: শাকিব খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫ ১৬:৫৮

বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান আজকাল যেন এক অন্য রূপে। নিজের লুক, স্টাইল, উপস্থাপনা— সবকিছুতেই যেন নতুন এক শাকিবকে আবিষ্কার করছে তরুণ প্রজন্ম। সোশ্যাল মিডিয়ায় তিনি এখন ট্রেন্ডিং, আর অফস্ক্রিনেও যেন ক্যারিশমায় ভরপুর। ‘সোলজার’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত শাকিবের কাঁধে এখন শুধু কাজের চাপ নয়, ভক্তদের প্রত্যাশার ভারও সমান।

এই ব্যস্ততার মাঝেই এক দিন তিনি হাজির হলেন রাজধানীর একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনে। নতুন লুক, নতুন উদ্যম— আর সঙ্গী হিসেবে ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। দুজনের দেখা হওয়া মানেই যে কিছু হাসি-ঠাট্টা, কিছু দুষ্টু আলাপ জমে উঠবে— তা দর্শকরা আগে থেকেই জানে। সেই মুহূর্তগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৈরি হলো নতুন আলোচনার ঢেউ।

বিজ্ঞাপন

রাফসানের তৈরি ৯ মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, শাকিব খান বেশ স্বাভাবিক ভঙ্গিতেই গল্প করছেন। হঠাৎই রাফসানকে উদ্দেশ করে শাকিব বলেন— ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, তাও আবার আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’

এই এক বাক্যেই জমে উঠলো পুরো কথোপকথন। পাশে থাকা একজন তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে দিলেন— ‘উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?’

শাকিব খানও হাসিমুখেই জবাব দিলেন— ‘হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।’

মাত্র কয়েক সেকেন্ডের এই কথোপকথনেই ভক্তদের কৌতূহল বেড়ে গেছে হাজার গুন। সত্যিই কি প্রথমবারের মতো ঢালিউড-পাকিস্তানি জুটি দেখবে দর্শক? নাকি শাকিবের মন্তব্য কেবলই মজার ছলে বলা? উত্তর এখনো মিলেনি, তবে আগ্রহ যেন থেমে নেই।

পাকিস্তানি তারকা হানিয়া আমির বাংলাদেশের দর্শকের কাছেও দারুণ জনপ্রিয়। তার উপস্থিতি, প্রাণবন্ততা ও চঞ্চল অভিব্যক্তির কারণে তিনি সারা দক্ষিণ এশিয়ায় এখন সোশ্যাল মিডিয়া হার্টথ্রব। তিনি যখন বাংলাদেশের কোনো কনটেন্ট ক্রিয়েটরের ভ্লগে দেখা দেন— তখন সেই ক্লিপসের ভিউ মানেই লাখ লাখ। তার সঙ্গে শাকিব খানের নাম একসঙ্গে উচ্চারিত হওয়া মানেই যে খবরে ঝড় উঠবে— তা অনুমান করাও কঠিন নয়।

শাকিব খান বেশ কিছুদিন ধরেই ছবির বৈচিত্র্যময় চরিত্রে কাজ করছেন। তার লুক, ফিটনেস, স্টাইল— সবই যেন নতুন এক যাত্রার ইঙ্গিত দেয়। সেই যাত্রায় যদি যোগ হয় হানিয়া আমির? দর্শকরা বলছেন, ‘এটা হবে এক অন্যরকম স্ক্রিন প্রেজেন্স!’

সোশ্যাল প্ল্যাটফর্মে এক ভক্ত লিখেছেন, ‘শাকিব ও হানিয়া— এই জুটি হলে ঢালিউডে নতুন এক ম্যাজিক আসবে।’ আরেকজন লিখেছেন, ‘শুধু ট্রেলার দেখার অপেক্ষা, বাকিটা ইতিহাস!’

বিনোদন দুনিয়ায় শোরগোল তৈরি করতে খুব বেশি লাগে না। তবে শাকিব খানের একটি হালকা মন্তব্য যে ভক্তদের মনে নতুন উত্তেজনা ঢেলে দিয়েছে— তা বলাই যায়। এখন দেখার বিষয়, ‘ফিউচার হিরোইন’ মন্তব্যটি সত্যি কি ভবিষ্যতের কোনো মুভির ঘোষণা হয়ে ওঠে, নাকি এটি শুধু বন্ধুত্বপূর্ণ কথোপকথনেরই মজার অংশ ছিল।

দর্শকদের অপেক্ষা বাড়ছে— আর শাকিব খানও যেন জানেন, তিনি যখন বলেন, সবাই শোনে। আর যখন ইঙ্গিত দেন— সেটি নিয়ে পুরো বিনোদন অঙ্গনই ব্যস্ত থাকে সম্ভাবনা খুঁজতে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর