Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টার সিনেপ্লেক্সে চালু হচ্ছে নাইট শো


১২ জুলাই ২০১৮ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টার সিনেপ্লেক্স

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

রাজধানীর অত্যাধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। উন্নত প্রযুক্তি এবং সুন্দর পরিবেশের জন্য ঢাকাবাসীর সিনেমা দেখার পছন্দের জায়গা এটি। এবার এই প্রেক্ষাগৃহে সিনেমা দেখা যাবে রাতেও।

প্রাথমিকভাবে সপ্তাহের দুটি দিনে হবে এই প্রদর্শনী। শুক্র ও শনিবার রাত ৮টা ৩০ মিনিট ও ৯টা থেকে শুরু হবে এই শো। শুক্রবার (১৩ জুলাই) থেকেই এই সুবিধা দেবে স্টার সিনেপ্লেক্স।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দির্শকরা এই সুবিধাটি চেয়েছে জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। শুক্র ও শনিবার আমাদের এখানে প্রচন্ড চাপ থাকে। দেশী-বিদেশি সিনেমা দেখতে হুমরি খেয়ে পড়েন দর্শকরা। অনেকে টিকিট পায় না। তাই সপ্তাহের ছুটির দুটি দিন আমরা নাইট-শো শুরু করছি। যদি দর্শকদের চাহিদা বাড়ে, তাহলে সপ্তাহে নাইট শো আরও আরও বাড়বে।’

বিজ্ঞাপন

ভিআইপিহল, স্টার প্রিমিয়ামসহ ছয়টি হল রয়েছে স্টার সিনেপ্লেক্সের। হলগুলোতে প্রতিদিন ৪টি করে প্রদর্শনী হয়ে থাকে। যেখানে রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যেই শেষ হয়ে যেত। নাইট শো চালু হওয়ার ফলে সাড়ে দশটা থেকে ১১টা পর্যন্ত চলবে স্টার সিনেপ্লেক্স।

সারাবাংলা/পিএ

স্টার সিনেপ্লেক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর