বাংলা সংগীতের ইতিহাসে যার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও আবেগে, তিনি রুনা লায়লা। ছয় দশকের সংগীতজীবন, ১৮টি ভাষায় গান, অসংখ্য কালজয়ী সৃষ্টি— সব মিলিয়ে তিনি শুধু একজন শিল্পী নন, একটি প্রতিষ্ঠান। সেই রুনা লায়লার অন্যতম বিখ্যাত গান ‘দমা দম মাস্ত কালান্দার’ এবার জায়গা পেল নতুন রূপে, নতুন ঢংয়ে— কোক স্টুডিও বাংলাতে।
পুরনো গানের নতুন জন্ম
এই কিংবদন্তি গানের টিজার প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে সোশ্যাল মিডিয়ার দেয়াল। কারণ, ‘দমা দম মাস্ত কালান্দার’ শুধু একটি গান নয়; এটি উপমহাদেশের সংগীত ঐতিহ্যের অংশ, যা রুনা লায়লার স্বর এবং আবেগে আজও একই রকম জনপ্রিয়।
দীর্ঘদিনের জল্পনা, নীরবতা আর অপেক্ষার পর সবার কৌতূহলের অবসান হলো—রোববার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে গানটির নতুন সংস্করণ।
কেন এত দেরি হলো প্রকাশে?
গানটির রেকর্ডিং আসলে অনেক আগেই শেষ হয়েছিল। কিন্তু প্রায় এক বছর কোক স্টুডিও বাংলার কার্যক্রম বন্ধ থাকায় মুক্তি পিছিয়ে যায়। দুই বছর আগে কলকাতার একটি ঘরোয়া আসরে রুনা লায়লা গানটি কোক স্টুডিও দলের সঙ্গে পরিবেশন করেছিলেন। সেই আড্ডাতেই উপস্থিত ছিলেন অর্ণব থেকে শুভেন্দু দাস শুভ সবাই। সেখানে ঠিক হয় গানটির দিকনির্দেশনা, সুর-সংগীতের আধুনিক সাজ।
রুনা লায়লার জন্মদিনকে কেন্দ্র করে বিশেষ আয়োজন
ঘটনাচক্রে আগামীকাল রুনা লায়লার জন্মদিন। তাই ধারণা করা হচ্ছে, কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতেই তার জন্মদিনের ঠিক আগে এই বিশেষ গানটি প্রকাশ করা হচ্ছে। এ যেন তার প্রতি কোক স্টুডিওর সঙ্গীতময় উপহার— একটি নতুন আলো, নতুন মাইলফলক।
তৃতীয় সিজনের অষ্টম গান— অপেক্ষার পালে হাওয়া
কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু থেকেই দর্শকদের চমকে দিচ্ছে বৈচিত্র্যময় গান দিয়ে। ‘ক্যাফে’, ‘মহা জাদু’, ‘লং ডিসট্যান্স লাভ’—একেকটি গান হয়ে উঠেছে আলাদা অনুভূতি। এই তালিকায় এবার যোগ হলো রুনা লায়লার আইকনিক গানটির আধুনিক পরিবেশনা। ভক্তরা এটিকে সিজনের বড় আকর্ষণ বলেই মনে করছেন।
রুনা লায়লা— যেখানে গান মানেই আবেগ
রুনা লায়লা মানেই এক অনন্য কণ্ঠ, যাকে নিয়ে বাংলাদেশের সংগীত ভুবন গর্ব করে। তার গান কোটি মানুষের বেড়ে ওঠার অংশ, স্মৃতির অংশ। কোক স্টুডিওর আধুনিক সাউন্ড ডিজাইনে রুনা লায়লার এই গান নিশ্চয়ই নতুন প্রজন্মকে তার শিল্পীর প্রতি নতুন করে অনুরাগী করবে—আর পুরনো শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যাবে সেই স্মৃতির সোনালি দিনগুলোতে।