কলকাতার রাস্তা ও অলিগলি হঠাৎই রঙিন পোস্টার দিয়ে ভরে গেছে। বড় বড় অক্ষরে লেখা: ‘পাত্র চাই’। আর ছবিতে দেখা যাচ্ছে সুপরিচিত অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রথমে পথচারীরা ভেবেছিলেন, হয়তো এটি রুক্মিণীর ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা। তবে দ্রুত প্রকাশ পেল, পোস্টারের মালিকের নাম লেখা দীপক চক্রবর্তী।
দীপক চক্রবর্তী কে?
প্রথমে সকলেই বিভ্রান্ত। কেউ জানতে চায়, দীপক চক্রবর্তী কি রিয়েল লাইফের কেউ? পরে জানা যায়, দীপক চক্রবর্তী রুক্মিণীর অভিনীত আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’–এর চরিত্র। যাকে দেখে ভেবেছিলেন সত্যিই পাত্র খুঁজছেন!
সিনেমার প্রচারের ব্যতিক্রমী কৌশল
‘হাঁটি হাঁটি পা পা’–এর টিম জানিয়েছে, এই ধরনের পোস্টার এখন দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য নতুন পদ্ধতি। পুরনো প্রচারণা কৌশল আর যথেষ্ট নয়, তাই শহরজুড়ে পোস্টার লাগিয়ে জনসাধারণের কৌতূহল সৃষ্টি করা হয়েছে। অনেকেই থমকে দাঁড়াচ্ছেন, কেউ মোবাইলে খুঁজছেন ‘রুক্মিণীর বিয়ে কবে?’, আবার কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন।
দর্শকের প্রতিক্রিয়া
দর্শকদের প্রতিক্রিয়া থেকে ধারণা করা যাচ্ছে, প্রচারণা সাফল্যজনক। আগে বাংলার ছবির প্রচারে এমন ব্যতিক্রমী কৌশল দেখা গেলেও সব সময় ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। এবার তবুও রাস্তায়, সোশ্যাল মিডিয়ায় এবং সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সিনেমার মূল গল্প
‘হাঁটি হাঁটি পা পা’–এর গল্প বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি। রুক্মিণী মৈত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী এবং অঞ্জনা বসু। সিনেমাটি পরিচালনা করেছেন অর্ণব মিদ্যা। পরিচালক জানান, এই অভিনব প্রচারণার উদ্দেশ্য দর্শককে সিনেমার গল্পের সঙ্গে মজাদারভাবে যুক্ত করা।
মুক্তির তারিখ
প্রচারণার উত্তেজনা আরও বাড়িয়েছে সিনেমার মুক্তির তারিখ, যা নির্ধারিত আগামি ২৮ অক্টোবর। সিনেমা প্রেমীরা ইতিমধ্যেই উত্তেজনায় অপেক্ষায়।
দর্শক এবং সামাজিক প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় পোস্টার নিয়ে আলোচনা ছড়িয়ে পড়েছে। অনেকেই মজা করে মন্তব্য করছেন, কেউ আবার সিনেমার গল্প বোঝার আগ্রহী। পরিচালক মনে করছেন, দর্শকের এই আগ্রহ প্রচারণার মূল লক্ষ্য।
শহরজুড়ে পোস্টার, সোশ্যাল মিডিয়ার উত্তেজনা, দর্শকদের কৌতূহল—সব মিলিয়ে ‘হাঁটি হাঁটি পা পা’–এর প্রচারণা কেবল সিনেমা নয়, বিনোদনের এক অভিনব উদাহরণ। রুক্মিণী মৈত্রের জন্য পাত্র খোঁজা আর সিনেমার গল্পের মিলনে এই প্রচারণা তৈরি করেছে আনন্দ, রহস্য এবং কৌতূহল—সব একসঙ্গে।