ঢালিউডের মেগাস্টার শাকিব খান এবার আসছেন নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে। সিনেমার প্রাথমিক খবর প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে গুঞ্জন তুঙ্গে। তবে সিনেমার কেন্দ্রীয় কাস্ট এখনও চূড়ান্ত হয়নি। যে কারণে শুটিং শুরুও হতে পারেনি।
‘প্রিন্স’ সিনেমাটি নির্মাণে রয়েছে বড় বাজেট ও আন্তর্জাতিক স্তরের পরিকল্পনা। পরিচালক আবু হায়াত মাহমুদ এবং চিত্রগ্রাহক অমিত রায় এই প্রজেক্টে যুক্ত আছেন। শুটিং শুরু না হলেও, প্রযোজকরা ইতিমধ্যে সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেছেন আসন্ন ঈদে। তবে শুটিং অনিশ্চয়তার কারণে হয়তো পরবর্তী ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে দুই নায়িকাকে। এর মধ্যে একজন নায়িকা হিসেবে শোনা যাচ্ছে তাসনিয়া ফারিণ। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, তাসনিয়ার পাশাপাশি আরও একজন ভারতীয় নায়িকাকে দেখা যেতে পারে। তবে তাসনিয়া নিজে এখনো বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
সিনেমার গুঞ্জনে শোনা যাচ্ছে, শাকিবের বিপরীতে টালিউড নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু-কে দেখা যেতে পারে। জ্যোতির্ময়ী ‘প্রজাপতি ২’ সিনেমায় টালিউড অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করেছেন। তার উপস্থিতি সিনেমায় আন্তর্জাতিক স্বাদের ছোঁয়া আনবে বলে মনে করছেন শোবিজ বিশ্লেষকরা।
আরও একটি চমক হলো বলিউডের জ্যাকি শ্রফ-এর সম্ভাব্য অংশগ্রহণ। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যেতে পারে। প্রযোজক সংস্থা জানিয়েছে, চূড়ান্ত কথাবার্তা শেষ হওয়ার পরই কাস্টের সব নাম ঘোষণা করা হবে।
শাকিব খান, টালিউড-বলিউড তারকাদের মিলনে সিনেমাটিতে দর্শকের আগ্রহ তুঙ্গে। সিনেমার কেন্দ্রীয় কাহিনি এখনও প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সংবাদমাধ্যমে গুঞ্জন ইতিমধ্যেই চমক তৈরি করেছে। দর্শকরা কৌতূহলে অপেক্ষা করছেন, কে কি চরিত্রে অভিনয় করবে।
সিনেমাটি শীঘ্রই যেকোনো আসন্ন ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে শুটিং শুরুর তারিখ ও চূড়ান্ত কাস্ট ঘোষণার পর প্রকৃত মুক্তি তারিখ জানা যাবে।