Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বছরের বিরতি শেষে পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন গ্ল্যামার গার্ল মিম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫ ২০:২১

ঢাকাই সিনেমার প্রিয় মুখ, গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিমের ভক্তদের জন্য সুখবর। টানা দুই বছর পর পর্দায় ফিরছেন জনপ্রিয় এই নায়িকা। শেষ তাকে দেখা গেছে জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায়, যা মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ২৪ নভেম্বর। এরপর থেকে মিম মূলত সামাজিক মাধ্যমে পারিবারিক মুহূর্তে চোখে পড়েছেন। তবে এবার দীর্ঘ সময়ের বিরতির পর ফেরার আভাস দিলেন মিম নিজেই।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে মিম জানান, নতুন বছরেই বড় পর্দায় দেখা মিলবে তার। তার কথায়, ‘২০২৬ সাল আমার জন্য কামব্যাকের বছর। আমি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজ নিয়ে শুটিং শেষ করেছি। সময় হলে সব জানাবো।’ যদিও শুটিংয়ের বিস্তারিত প্রকাশ করতে রাজি নন তিনি, তবে সূত্র বলছে মিমের এই প্রজেক্টগুলো বেশ বিশেষ।

বিজ্ঞাপন

মিমের এই দীর্ঘ বিরতি নিয়ে ভক্তদের কৌতূহল ছিল স্বাভাবিক। তিনি এ বিষয়ে জানান, দুই বছর ধরে তার কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। বরং তিনি ইচ্ছে করে সময় নিয়েছেন, কারণ লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। ‘ভাল মানের সিনেমা এবং চরিত্রই আমার মূল লক্ষ্য। তাই অপেক্ষা করেছি,’ বলেন মিম।

ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মিমের সাম্প্রতিক ছবি ও স্ট্যাটাসগুলোও অনেকে লক্ষ্য করেছেন। পারিবারিক আবহে মিম যেন এক দীর্ঘ বিশ্রাম সময় উপভোগ করেছেন। সেই সময়টা নিয়ে তিনি নিজেও স্বচ্ছন্দ মনে হচ্ছেন। এই বিরতি তাকে নতুন উদ্যমে ফিরতে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকাই সিনেমার মধ্যে মিমের প্রভাব আলাদা। গ্ল্যামার, অভিনয় দক্ষতা এবং পর্দায় উপস্থিতির কারণে তিনি সবসময় দর্শকের চোখে অনন্য। ‘মানুষ’ সিনেমার পরপরই তাকে বড় পর্দায় দেখা যায়নি, ফলে ভক্তদের মধ্যে একটি শূন্যতা তৈরি হয়েছিল। তবে এবার সেই শূন্যতার পূরণ হতে যাচ্ছে।

একটি বিশেষ সূত্র জানায়, মিমের ফেরার এই কাজগুলো চলচ্চিত্র এবং ডিজিটাল উভয় মাধ্যমেই। যেহেতু বর্তমানে ওয়েব সিরিজের চাহিদা বেড়েছে, তাই মিমও এই দিকটিতে দৃষ্টি দিয়েছেন। এটি নিঃসন্দেহে তার ভক্তদের জন্য আনন্দের খবর, কারণ তারা আবার নতুন সিনেমায় তাকে দেখতে পাবেন।

মিমের পেশাগত সতর্কতা ও মানসিক প্রস্তুতির গল্পও শিক্ষণীয়। শুধু জনপ্রিয় হওয়া নয়, বরং মানসম্মত কাজের জন্য অপেক্ষা করা—এটি তাকে শিল্পী হিসেবেও আলাদা করে তুলে ধরে। এই বৈশিষ্ট্যই তাকে ঢাকাই সিনেমার অন্যতম প্রিয় নায়িকা করে তুলেছে।

নতুন বছরের শুরুতেই মিমের সিনেমা হলে আগমন দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। আর ২০২৬ সালকে তিনি নিজের ‘কামব্যাক বছর’ হিসেবে দেখছেন—যা শুধু তার জন্য নয়, বরং তার ভক্তদের জন্যও একটি অপেক্ষার পাল্টা আনন্দ।

ঢাকাই সিনেমার পর্দায় মিমের এই প্রত্যাবর্তন শুধু গ্ল্যামার নয়, নতুন শক্তি এবং মানসম্মত কাজের আশা নিয়ে এসেছে। যে দর্শকরা তার অভিনয় এবং স্ক্রিন প্রেজেন্সের ভক্ত, তাদের জন্য আসছে নতুন আনন্দের খবর। মিমের ফেরার এই গল্পটি আবারো প্রমাণ করে, মানের কাজের জন্য অপেক্ষা কখনো বৃথা যায় না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর