দেব–শুভশ্রীর গল্পই যেন টলিউডের সবচেয়ে রোমাঞ্চকর প্লট—একসময় প্রেম, একসঙ্গে সুপারহিট ছবি, তারপর দূরত্ব, গুঞ্জন, বিতর্ক… আর এখন আবার মুখোমুখি প্রতিযোগিতা! কাকতালীয়ভাবে নয়— প্রায় সিনেমার স্ক্রিপ্ট লেখা মতোই!
গেল বছর বড়দিনে একদিনেই মুক্তি পেয়েছিল দেবের ‘খাদান’ আর শুভশ্রীর ‘সন্তান’। তখনই শুরু হয়েছিল নীরব ঠান্ডা লড়াই। এ বছর ‘ধূমকেতু’র প্রচারে পাশাপাশি দাঁড়ালেও পরবর্তী বিতর্ক আবার তোলপাড় করেছে টলিউড।
আবারো বড়দিন। আবারো দুই তারকা। আবারো একই দিনে মুক্তি।
দেব আসছেন ‘প্রজাপতি ২’ নিয়ে— মিঠুন চক্রবর্তীকে সঙ্গে রেখে সিঙ্গেল বাবার আবেগী লড়াই। অন্যদিকে শুভশ্রী হাজির ‘লহ গৌরাঙ্গের নাম রে’— জিতের বিশাল তারকা বাহিনী, চৈতন্যদেবের আধ্যাত্মিক ইতিহাস, নতুন লুক, নতুন শক্তি।
তার ওপর গত সোমবার একই সময়ে দুই ছবির গান মুক্তি— দেবের ‘ফুটবেই বিয়ের ফুল রে’–তে পুরনো দিনের নস্টালজিয়া, শুভশ্রীর ‘দেখো দেখো কানাইয়ে’–তে রঙ, ছন্দ আর চমক। দুটোই প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়া টগবগ! আর উত্তেজনায় আগুন ঢালতে আছেন কোয়েল মল্লিকও— মিতিন মাসী রূপে বড়দিনেই তদন্তে নামছেন। মানে এই উৎসবটা শুধু কেক-লাইট-গাছ নয়— এটা বক্স অফিসের তিন কোণের যুদ্ধ!
দর্শক কাকে বেছে নেবে—পুরনো রসায়নের স্মৃতি, নাকি নতুন রূপের ঝলক?
কথা একটাই— দেব-শুভশ্রীর লড়াই শুরু হয়ে গেছে। এখন শুধু দেখার পালা এর শেষটা কোথায় গিয়ে দাড়ায়।