Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিজীবনের গ্ল্যামার ও হৃদয়ের আলাপে বুবলী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৪

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। বিশেষ করে শাকিব খানকে কেন্দ্র করে তার ব্যক্তিগত জীবন ও খোলামেলা মতামত প্রায়ই খবরের শিরোনাম হয়। সম্প্রতি রাজধানীর একটি ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে হাজির হয়ে আবারও চমকে দিলেন সবাইকে। ঝলমলে আলো আর গ্ল্যামারের মঞ্চে দাঁড়িয়ে বুবলী শুধু স্টাইল নয়, শেয়ার করলেন নিজের জীবনের বহু অজানা অধ্যায়।

গোপন বিয়ের দিনের গল্প— বুবলীর চোখে অতীত

ফ্যাশন ইভেন্টে কথা বলতে গিয়ে উঠে আসে তার বিয়ের দিনের স্মৃতি। খুব সাদামাটা সাজে, ছোট্ট আয়োজনে, ঘরোয়া পরিবেশে হয়েছিল তার বিয়ে। মিডিয়ায় কাজের চাপ এবং ব্যক্তিগত জীবন আড়াল রাখার প্রয়োজনীয়তা— সব মিলিয়েই অনুষ্ঠান ছিল সীমিত। বুবলীর ভাষায়, ‘আমার বিয়ের সাজ খুব সাধারণ ছিল। অনেক কিছুই গোপন রাখতে হয়েছিল। অনুষ্ঠানও ছিল ছোট পরিসরে।’ তার কথায় ছিল এক ধরনের স্বাভাবিকতা ও স্মৃতির নরম আবেশ।

বিজ্ঞাপন

খাবারের দিকে প্রথম নজর— শাকিবের সঙ্গে মিল খুঁজে পাওয়া

বিয়েবাড়িতে ঢোকার পর প্রথমেই চোখ পড়ে খাবারের দিকে— বুবলীর এই মজার স্বীকারোক্তিতে হাসিতে মাতল দর্শক। তিনি জানান, রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে তিনি ডায়েট মানেন না। নিজের পছন্দের জায়গায় এসে আরও বললেন, ‘আমার আর শাকিবের খাবারের পছন্দ প্রায় একই। আমরা দুজনেই মাছ আর সবজি খুব ভালোবাসি।’ এই ছোট ছোট মিলই যেন একসময়কার সম্পর্কের পথচলার স্মৃতিতে নরম আলো ফেলে।

বাবা-ছেলের বন্ধুত্ব— বুবলীর হৃদয়ের সবচেয়ে নরম গল্প

বুবলী জানিয়েছেন, ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শাকিবের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তাদের হাসিঠাট্টায় তিনি নিজেও আনন্দ পান। একটি মজার তথ্যও তুলে ধরলেন তিনি— শাকিব নাকি ছেলেকে বলেছে, ‘যে মেয়েকে পছন্দ করবি, সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিবি।’ এতে বোঝা যায়, বাবা-ছেলের সম্পর্ক যেমন ঘনিষ্ঠ, তেমনি পরিবারের প্রতি দুজনের দায়িত্ববোধও গভীর।

ভবিষ্যতের স্বপ্ন— ছেলের বউয়ের সঙ্গে ‘বন্ধুত্বের’ সম্পর্ক

বুবলীর স্বপ্ন বরাবরই সরল আর সুন্দর। ছেলের ভবিষ্যৎ পছন্দের মানুষকে তিনি বন্ধু হিসেবেই পেতে চান। তার ভাষায়, ‘আল্লাহ চাইলে আমি ছেলের বউয়ের বন্ধু হতে চাই। একসঙ্গে রান্না করব, আড্ডা দেব, ঘুরতে যাব। শাশুড়ি–বউ নয়, যেন বন্ধুবান্ধবীর মতো সম্পর্ক হয়।’ একজন নারী, মা ও আধুনিক সমাজ সচেতন বিনোদন তারকা হিসেবে তার এই মনোভাব শ্রোতাদের মন ছুঁয়ে যায়।

নতুন কাজ, নতুন প্রস্তুতি— দারুণ ব্যস্ততার দিনগুলো

বর্তমানে বুবলী শুটিং ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। হাতে আছে ‘শাপলা শালুক’, ‘ঢাকাইয়া দেবদাস’সহ বেশ কয়েকটি আলোচিত ছবি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কাজ। গ্ল্যামার, অভিনয়, ব্যক্তিজীবন— সব মিলিয়ে এখন হয়তো তার সবচেয়ে কর্মব্যস্ত সময় চলছে।

সারাবাংলা/এফএন/এএসজি