Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইরাল শাহরুখ খানের মার্কশিট: বাদশার ছাত্রজীবনের অজানা গল্প

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৩

বলুন তো, শাহরুখ খান মানে আমাদের কাছে কী? রোমান্সের রাজা, ডায়লগের জাদুকর, কিংবা নাচে-অভিনয়ে বলিউডের এক অনন্য নাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার কলেজের মার্কশিট যেন এক নতুন ‘প্লট টুইস্ট’ এনে দিল— যা দেখে ভক্তরা বলছেন, ‘আরে, বাদশা তো ক্লাসরুমেও ছিল সেরা!’

সম্প্রতি ইকোনমিক টাইমস একটি রিপোর্টে শাহরুখের দিল্লির হংসরাজ কলেজের মার্কশিট প্রকাশ পায়। বছরটা ১৯৮৫ থেকে ১৯৮৮— অর্থনীতি বিভাগে তার স্নাতক অধ্যয়নকাল। আর সেই কাগজটিই এখন ইন্টারনেটে তুমুল ভাইরাল।

মার্কশিটে যে শাহরুখকে খুঁজে পেয়েছে ভক্তরা

• অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্সসহ কয়েকটি বিষয়ে পেয়েছেন ৯২ নম্বর – মেধার দারুণ প্রমাণ।
• গণিত ও পদার্থবিজ্ঞানে ৭৮ নম্বর – যথেষ্ট শক্তিশালী পারফরম্যান্স।
• আর ইংরেজি? শুধু ৫১ নম্বর!
এই সংখ্যাটাই এখন ভক্তদের হাসি-ঠাট্টার বিষয়। কেউ লিখছেন— “ইংরেজিতে ৫১ নিয়েই যদি মানুষ ‘মাই নেম ইজ খান’ বলে বিশ্ব মাতাতে পারে, তবে নম্বরই শেষ কথা নয়।”

বিজ্ঞাপন

ক্লাসরুমের কিং খান

মার্কশিটে জন্মতারিখ ২ নভেম্বর ১৯৬৫, বাবার নাম ও সই— সব মিলিয়ে অনেকেই এটিকে বাস্তব নথি বলে মানছেন। অর্থনীতির শিক্ষার্থী শাহরুখ তখন ছিলেন কলেজের নাট্যদলের অন্যতম মুখ। ক্লাসের পরেই তিনি ছুটতেন থিয়েটারে— জীবনের সেই পরিশ্রমের পথেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল ভবিষ্যতের সুপারস্টার।

ছোট পর্দা থেকে বড় রাজত্ব

টেলিভিশন সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করা শাহরুখ ১৯৯২ সালে ‘দিওয়ানা’-র মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম সিনেমাতেই দর্শক তারকা হিসেবে তাকে গ্রহণ করে নেয়। আর বাকিটা তো ইতিহাস!

মাঝেমধ্যে শাহরুখ নিজেই বলেন— ‘আমি আসলে গরিবদের থেকে সবচেয়ে বড় সম্পদ পেয়েছি— স্বপ্ন দেখার স্বাধীনতা।’ তাই হয়তো ছাত্রজীবনের এই নম্বরগুলো তার কাছে কখনোই অহংকার নয়; বরং স্মৃতি, পরিশ্রম আর আত্মবিশ্বাসের প্রতীক।

কেন ভাইরাল এই মার্কশিট?

কারণ আমরা যার জীবনকে দেখি আলোয় ভরা এক মঞ্চে, তার অতীতের ছোট্ট একটি কাগজও যেন বলে দেয়— ‘তারকাদেরও জীবনে থাকে সংগ্রাম, ক্লাসটেস্ট, প্রেজেন্টেশন আর নম্বরের চাপ।’

এই মার্কশিট যেন ভক্তদের আরও একবার মনে করিয়ে দিল— ‘বাদশা’ জন্ম হয় না, হয়ে ওঠা লাগে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

মোবাইল কিবোর্ডে বাঁচান সময়
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮

আরো

সম্পর্কিত খবর