বলিউডে কাজের সময় নিয়ে হালকা বিতর্ক চলছে— দীপিকা পাড়ুকোন এক ঘোষণা দিলেন, ‘দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করব না।’ সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, কারও মতে পেশাদারিত্বের সীমা, কারও মতে কর্মীর সুস্থতার প্রহরী। ঠিক তখনই মাধুরী দীক্ষিত, বলিউডের ‘ড্যান্সিং কুইন’, নিজের অভিজ্ঞতার ঝলক দেখালেন।
মাধুরী জানান, ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলাকালীন তিনি প্রায় প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কাজ করতেন। ‘আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া কিছু বুঝি না আমি,’— হাসি-মিশ্রিত কণ্ঠে জানালেন তিনি। তবে তিনি দীপিকার সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাতে ভোলেননি। মাধুরী বলেন, ‘যদি কারো ইচ্ছা থাকে নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার, সেটা তার অধিকার। প্রত্যেকের জীবন, প্রত্যেকের পছন্দ।’
ফলস্বরূপ, বলিউডের নতুন-পুরনো উভয় তারকা-প্রজন্মের মধ্যে নরম, সৌম্য কিন্তু স্পষ্ট বার্তা— কাজ ভালোবাসুন, কিন্তু নিজের স্বাস্থ্য ও সীমার কথাও মনে রাখুন।
তাহলে কি বলা যায়? মাধুরী ঘড়ির কাঁটা দেখেন না, দীপিকা দেখে! তবে দু’জনেরই পাঠ— কাজ গুরুত্বপূর্ণ, আর নিজের সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ।