Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন কি ইঙ্গিত কনার?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা শুধু তার মধুর কণ্ঠের জন্য নয়, ব্যক্তিগত জীবনের কারণে সচরাচর সংবাদ শিরোনামে থাকেন। একসময় দীর্ঘ ৭ বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল কনা বিয়ে করেছিলেন গোলাম মো. ইফতেখার গহিনকে। কিন্তু ছয় বছর সংসার করার পর হঠাৎই এই দম্পতি পথচ্যুত হন।

মেহেদী রঙা হাত: নতুন খুশির ইঙ্গিত?

সম্প্রতি কনার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশিত হয়, যা অনুরাগীদের কৌতূহল আরও বেড়ে দিয়েছে। ছবিতে দেখা যায় কনার হাত মেহেদী রঙা, এবং ক্যাপশন লিখেছেন, ‘আমার হাতে মেহেদি’।

এই ছোট্ট পোস্টেই শুরু হয়ে যায় নানা কল্পনার ঝড়। অনেকে ভাবছেন, হয়তো কনা নতুন করে বিয়ে করতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ার উচ্ছ্বাস

ফ্যানরা ইতিমধ্যেই বিভিন্ন মন্তব্যে অভিনন্দন জানাচ্ছেন। কেউ লিখেছেন, ‘আমাদের কনা আবারও সুখী হতে চলেছেন!’, আবার কেউ কৌতূহল প্রকাশ করেছেন, ‘কে হবে এই রহস্যময় পাত্র?’।

রহস্য এখনও অমীমাংসিত

তবে কনা নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। অর্থাৎ, সত্যিই কি নতুন বিয়ে, নাকি কেবল মেহেদী অনুষ্ঠান? সেটি এখনও জানা নেই।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

নতুন কি ইঙ্গিত কনার?
৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫

আরো

সম্পর্কিত খবর