টোকিওর শীতল বিকেল। নরম আলোয় ভেজা শহরটায় দু’জন মানুষের হাত ধরা ছবি রাতারাতি বিশ্বের আলোচনার কেন্দ্রে— মার্কিন পপ সেনসেশন কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, কিন্তু টোকিও এসে যেন সেই গল্প পেল রোমান্টিক পরিণতি। জাপানের ব্যস্ত রাস্তায়, পুতুলের দোকান কিংবা ফুলের স্টল—যেখানেই ক্যামেরা তাকিয়েছে, দেখা গেছে তাদের দু’জনকেই একই ফ্রেমে, একই হাসিতে।
প্রথম আলোড়ন তৈরি হয় ৫ ডিসেম্বর। জাস্টিন ট্রুডো নিজের এক্স হ্যান্ডেলে কেটির সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে উল্লেখ করেন—জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রীর সঙ্গে একটি কূটনৈতিক মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন তিনি, আর তার সঙ্গে ছিলেন কেটি পেরি। এ যেন সরকারিভাবে ‘সঙ্গিনী’ পরিচয় দেওয়ার সূক্ষ্ম ঘোষণা।
পরদিনই কেটি নিজের ফেসবুকে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে ছোট্ট একটি বাক্য— ‘Tokyo trip and more…’ আর সেই ‘আরও অনেক কিছু’-তেই লুকিয়ে ছিল প্রেমের ইঙ্গিত। পোস্টের মুহূর্তেই ঝড় ওঠে নেটদুনিয়ায়। কয়েক ঘণ্টায় হাজারো মন্তব্য, লাখো রিয়েকশন—ভক্তদের উত্তেজনা তুঙ্গে।
কেটির শেয়ার করা ভিডিওগুলো যেন এক রোমান্টিক শর্ট-ফিল্ম। কখনও হাত ধরে হাঁটছেন ব্যস্ত শিবুয়া ক্রসিং পেরিয়ে, কখনও শিশুর মতো উচ্ছ্বাস নিয়ে তাকাচ্ছেন জাপানি ডল শপে, কখনও আবার ক্ষুদ্র রেস্টুরেন্টে গরম রামেনের বাটির ওপরে হাসছেন দুজন। সাধারণ মানুষ যেমন করে প্রেমে পড়ে— ব্যস্ততা ভুলে একটু সময় চুরি করে নেয়—এই জুটি যেন ঠিক সেই সহজ সরলতার মধ্যেই নিজেদের খুঁজে পাচ্ছেন।
গত জুলাইয়ে মন্ট্রিয়ালের এক সমুদ্রসফরের নৈশভোজে প্রথম একসঙ্গে দেখা যায় কেটি ও ট্রুডোকে। তখন থেকেই নেটিজেনদের সন্দেহ— নতুন কিছু কি ঘটছে? পাঁচ মাসের মধ্যেই সেই প্রশ্নের উত্তর মিলল আনুষ্ঠানিকভাবে। এ সম্পর্কের পেছনে রয়েছে দুইজনেরই বড় ব্যক্তিগত পরিবর্তন।
কেটি পেরি চলতি বছরই শেষ করেছেন অরল্যান্ডো ব্লুমের সঙ্গে ১৩ বছরের সম্পর্ক। ট্রুডোও বিচ্ছেদ করেছেন স্ত্রী সোফির সঙ্গে ১৮ বছরের দাম্পত্য। জীবনের সেই শূন্যতার জায়গায় হয়তো নতুন জায়গা করে নিয়েছে পরস্পরের সঙ্গ।
ভক্তদের অনেকেই লিখছেন— ‘দু’জনই কঠিন সময় পেরিয়ে এসেছেন। নতুনভাবে শুরু করুক, আমরা আছি।’ আবার কেউ মজা করে বলছেন— ‘একজন পপ কুইন আর একজন রাজনৈতিক প্রিন্স— মুভি বানালে হিট হবে!’
যাই হোক, কেটি-ট্রুডোর সম্পর্ক বিনোদন দুনিয়ায় বিরল এক মেলবন্ধন— সংগীত আর রাজনীতির নিগূঢ় রোমান্স। আজকের তারকাখবর যত দ্রুত বদলায়, এ সম্পর্ক কতটা এগোবে—তা ভবিষ্যৎই বলবে। কিন্তু আপাতত টোকিওর শীতের রাত, ঝলমলে নিয়ন লাইট আর দুজন মানুষের হাসিমাখা মুখে লুকিয়ে রয়েছে এক নতুন প্রেমের সূচনা।