Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিন্ন এক রূপে মিম!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১৪

রুপালি পর্দায় গ্ল্যামার, বিজ্ঞাপনে আত্মবিশ্বাসী উপস্থিতি আর নির্বাচিত কাজ— বিদ্যা সিনহা মিম বরাবরই নিজের জায়গা তৈরি করেছেন পরিকল্পিতভাবে। এবার সেই পরিচিত গণ্ডির বাইরে পা রাখছেন তিনি। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা— খবরটি ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

চরকির নতুন এই ওয়েব ফিল্মটি এখনো নামহীন, তবে নির্মাতা কাজী আসাদ জানাচ্ছেন— গল্পটি ইমোশনাল, মানবিক এবং চরিত্রনির্ভর। শুটিং শুরু হবে চলতি মাসেই। আর এই গল্পের কেন্দ্রেই থাকছেন মিম, তবে একেবারে ভিন্ন এক রূপে। গ্ল্যামারের পরিচিত আবরণ ভেঙে দর্শকের সামনে নতুন করে নিজেকে তুলে ধরাই এই প্রজেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ— নির্মাতার ভাষ্যেও সেটি স্পষ্ট।

বিজ্ঞাপন

মিম নিজেও জানাচ্ছেন, কাজ কম করার পেছনে আছে গল্প আর চরিত্র বাছাইয়ের কঠোরতা। প্রস্তাব অনেক এলেও মন মতো গল্প না হলে তিনি অপেক্ষা করতেই স্বচ্ছন্দ। চরকির এই ওয়েব ফিল্মে যুক্ত হওয়ার পেছনেও সেই গল্পের টান। নির্মাতার আগের কাজ দেখেই তার আস্থা জন্মেছে— এই গল্পে কিছু আলাদা আছে, বলার মতো কিছু আছে।

ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের অভ্যাস বদলাচ্ছে। বড় পর্দার তারকারাও এখন ছোট পর্দার ফ্রেমে ভিন্ন গল্প বলছেন। সেই পরিবর্তনের স্রোতেই এবার যুক্ত হলেন মিম। আবেগনির্ভর গল্প, ভাঙা-গড়া চরিত্র আর বাস্তবতার ছোঁয়া— সব মিলিয়ে এই ওয়েব ফিল্মে দর্শক মিমকে দেখবেন অন্য আলোতে।

এর আগে কাজী আসাদের ‘আধুনিক বাংলা হোটেল’ দর্শকমহলে আলাদা করে জায়গা করে নিয়েছিল। তাই নতুন এই প্রজেক্ট ঘিরে প্রত্যাশাও কম নয়। গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ, চিত্রনাট্যে আছেন আসাদুজ্জামান আবীর—সব মিলিয়ে শক্ত একটি টিমের ইঙ্গিত মিলছে শুরুতেই।

সবচেয়ে আশার কথা, মিম নিজেই জানাচ্ছেন— আগামী বছর দর্শকের জন্য আছে আরও নতুন চমক। অর্থাৎ ওটিটিতে এই যাত্রা কেবল শুরু। পরিচিত তারকার নতুন রূপ দেখতে দর্শক যে মুখিয়ে থাকবেন, তা বলাই বাহুল্য।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

ভিন্ন এক রূপে মিম!
১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১৪

সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৬

‘জুটোপিয়া টু’ কেন এত ক্রেজি?
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৪

আরো