Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে অভিনয় করা হলো না বাবা-মেয়ের


১৫ জুলাই ২০১৮ ১৪:২৮ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৫:১১

সাইফ আলী খান সারা আলী খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সাইফ আলি খান কম-বেশি সবারই পরিচিত। বলিউডে ২৬ বছরের ক্যারিয়ার এই অভিনেতার। অন্যদিকে তার মেয়ে সারা আলী খানের বয়স ২৪ বছর। আর এখন তিনি শুরু করতে যাচ্ছেন তার বলিউড ক্যারিয়ার। বলিউড যাত্রার প্রথমেই মেয়ে পেয়েছে বাবার সহযোগিতা। কথা ছিল একসঙ্গে অভিনয় করার। এক ছবিতে বাবা-মেয়ের চরিত্রেই অভিনয় করার খবর প্রকাশও পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

কিন্তু এসব খবর এখন পুরনো। নতুন খবর হলো, আপাতত তারা একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করছেন না। সাইফ আলি খানের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বলিউড হাঙ্গামা।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘সাইফ-সারা একসঙ্গে অভিনয় করছেন, খবরটি ভুল। তারা একসঙ্গে অভিনয় করলে সারা আলী খানের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বলিউডে বাবা-মেয়ে একসঙ্গে এক ছবিতে অভিনয়ের ঘটনা এর আগেও ঘটেছে। জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর ও তার বাবা অনিল কাপুর একসঙ্গে এক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সেই ঘটনাটি ঘটেছে সোনমের ক্যারিয়ারের এক দশক পার করার পর। সাইফ আলি খানও ঠিক তাই করতে চান। সারা বলিউডে এক দশক পার করুক। তারপর যদি ভালো চিত্রনাট্য আসে তাহলেই একসঙ্গে অভিনয় করবেন সাইফ-সারা।

সংবাদ মাধ্যমের নতুন এই খবরে নবাব ভক্তদের জন্য দুঃসংবাদ বটে। তবে হতাশ হওয়ার কিছু নেই। চলতি বছর সাইফ আলি খানের ‘বাজার’ ছবিটি মুক্তি পাচ্ছে। গৌরব কে চাওলা পরিচালিত ছবিটি মুক্তি পাবে ৪ ডিসেম্বর।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

সাইফ আলী খান সারা আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর