Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার কী তবে সাই-ফাই ছবিতে রণবীর?


১৫ জুলাই ২০১৮ ১৫:২৬ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৫:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রণবীর সিং

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

শনিবার (১৪ জুলাই) পুরো দিনটাই নিজের দখলে রেখেছিলেন বলিউড স্টার রণবীর সিং। আজ রোববার, তার দিক থেকে ভক্ত দর্শকদের নজর কিছুটা উঠে গেলেও আলোচনা কমছে না। আর এসব ঘটনা ঘটছে অনলাইনে একটি ছবি শেয়ার করার পর থেকে।

ছবিটি ইঙ্গিত দিচ্ছে যে, পরবর্তীতে হয়ত কোনো সাই-ফাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রণবীর। আলোচিত ছবিতে দেখা যাচ্ছে সাদা রংয়ের বিশেষ ধরনের পোশাক পরে আছেন রণবীর সিং। তার হাতে ইংরেজি শব্দ ‘সি’ আকৃতির এক ধরনের অস্ত্র এবং চোখে বিশেষ চশমা।

শনিবার রণবীর নিজেই ছবিটি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘কামিং সুন’ অর্থাৎ ‘শিগগিরই আসছি’। ছবিটি দেখার পর অধিকাংশ ভক্ত-দর্শকরাই চমকে গেছেন। তবে মজার বিষয়টা হলো ভারতের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান ‘যশরাজ ফিল্মস’ ছবিটি দেখে মনে হয় সবচেয়ে বেশি চমকে গেছে। রণবীরের ছবিতে তারা একটি বিস্ময়বোধক অভিব্যক্তি জানিয়েছে।

বিজ্ঞাপন

এর বেশি কিছু এখন পর্যন্ত জানা যায়নি। যেহেতু রণবীর নিজেই জানিয়েছেন যে, শিগগরিই জানাবেন। সেই আশ্বাসেই আছেন সবাই।

সম্প্রতি এই অভিনেতা শেষ করেছেন ‘সিমবা’ সিনেমার শুটিং। ছবিটি পরিচালনা করছেন রোহিত শেঠি। তেলেগু ভাষার সিনেমা ‘টেম্পার’ ছবির অফিসিয়াল রিমেক ‘সিমবা’। ছবিতে রণবীর অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তা সংগ্রাম ভালেরাও-এর চরিত্রে।

সারাবাংলা/পিএ/পিএম

রণবীর সিং

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর