Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় গুজরাটের লোকনৃত্য (ফটোস্টোরি)


১৬ জুলাই ২০১৮ ১৭:৫৭

গুজরাটের লোকনৃত্যের আয়োজন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে গতকাল (১৫ জুলাই) অনুষ্ঠিত হয় গুজরাটি ফোক ডান্স। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ‘পুলিশ রাস মন্ডল’ শিরোনামের অনুষ্ঠানটি। গুজরাটের জামনগরের ১২ সদস্যের একটি দল এই নৃত্য পরিবেশন করে।

গুজরাটের সাউরাষ্ট্র অঞ্চলের রাস এবং গার্বা ধাঁচের নৃত্য পরিবেশিত হয় আয়োজনে। বর্ণিল পরিবেশনায় ‘গ্রুপ রাস’, ‘ডানডিয়া রাস’, ‘তিপ্পানি রাস’, ‘অ্যানসিয়েন্ট রাস’, ‘তরবারি রাস’, এবং ‘গুন্তন’ নৃত্য পরিবেশন করে দলটি।

এই সবগুলো আয়োজনই গুজরাটের উৎসবে পরিবেশিত হয়। পরিবেশনার পর গুজরাটের এই দলটিকে এদেশের দর্শকরা উষ্ণ অভ্যর্থনা জানান।

 

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

 

 

ছবি-আব্দুল্লাহ আল মামুন এরিন

সারাবাংলা/পিএ

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার গুজরাট নৃত্য রাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর