Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরের শুরুতেই হানিয়া আমিরকে ঘিরে বিয়ের গুঞ্জন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ জানুয়ারি ২০২৬ ১৭:১৪

নেটদুনিয়ায় একটু ইঙ্গিত, আর তাতেই শুরু হয় জল্পনার ঝড়। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। অভিনয়, সৌন্দর্য আর সোশ্যাল মিডিয়ায় সাবলীল উপস্থিতির কারণে যিনি তরুণদের কাছে ‘পাকিস্তানের ক্রাশ’, তার নাম মানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আর নতুন বছরের শুরুতেই সেই আলোচনার রং চড়েছে ব্যক্তিগত জীবন ঘিরে—বিয়ের গুঞ্জনে।

২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখা হানিয়া আমির খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন প্রথম সারির তারকা হিসেবে। টিভি নাটক থেকে সিনেমা— সবখানেই তার সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতি দর্শকের মন জয় করেছে। তবে পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব কম আকর্ষণীয় নয়। সোশ্যাল মিডিয়ায় সরাসরি কথা বলা, মজা করে মন্তব্য করা—এসবই তাকে ভক্তদের আরও কাছের করে তুলেছে। আর সেই স্বভাবসুলভ হালকাতাই এবার জন্ম দিয়েছে বড় প্রশ্নের।

বিজ্ঞাপন

সম্প্রতি হানিয়া আমিরের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, ‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘আমিও শুনছি।’ ছোট্ট, নিরীহ আর মজার এই মন্তব্যই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শুরু হয় নানা বিশ্লেষণ—এটা কি নিছক রসিকতা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো ইঙ্গিত? নেটিজেনদের একাংশ মনে করছেন, হানিয়া ইচ্ছাকৃতভাবেই এমন উত্তর দিয়ে আলোচনার আগুনে ঘি ঢেলেছেন। আবার অনেকেই বলছেন, তিনি বরাবরের মতোই বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন, এর পেছনে বাস্তব কোনো সত্য নেই।

গুঞ্জনের আরেকটি বড় দিক হলো—কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন হানিয়া আমির? এখানেই উঠে আসছে গায়ক আসিম আজহারের নাম। ২০১৮ সালের দিকে দুজনের সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যা ২০১৯ সালে প্রকাশ্য রূপ নেয়। তখন এই জুটি পাকিস্তানের বিনোদন অঙ্গনে বেশ আলোচিত ছিল। তবে ২০২০ সালে সেই সম্পর্কে ছেদ পড়ে। বিচ্ছেদের পর দুজনই আলাদা পথে এগিয়ে যান, যদিও সময়ের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন থেমে থাকেনি।

সম্প্রতি আবার শোনা যাচ্ছে, পুরনো সেই প্রেম নাকি নতুন করে জোড়া লেগেছে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার— কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। ফলে সবকিছুই রয়ে গেছে অনুমান আর কৌতূহলের ঘেরাটোপে।

এরই মধ্যে পেশাগত দিক থেকে সময়টা বেশ ভালোই কাটছে হানিয়ার। চলতি বছরে ‘সর্দার জি ৩’ সিনেমায় অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। কাজের ব্যস্ততা, নতুন প্রজেক্ট আর আন্তর্জাতিক অঙ্গনেও তার উপস্থিতি বাড়ছে। এমন সাফল্যের মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে বিয়ের গুঞ্জন ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই— নতুন বছরে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন হানিয়া আমির, নাকি সবটাই সোশ্যাল মিডিয়ার তৈরি গল্প? আপাতত উত্তর নেই। আছে শুধু একটি হালকা মন্তব্য, আর সেটিকে ঘিরে তৈরি হওয়া অসংখ্য আলোচনা। হয়তো সময়ই বলে দেবে, এই গুঞ্জনের পেছনে কতটা সত্য লুকিয়ে আছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

শামীমের ৪৩ বলে ৮১, তবু হারল ঢাকা
১ জানুয়ারি ২০২৬ ১৭:১২

আরো

সম্পর্কিত খবর