Sunday 04 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থতা নিয়েও আমাদের বাসায় এসেছিলেন খালেদা জিয়া: হামিন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬ ১৮:৫৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এক বিশেষ স্মৃতির কথা স্মরণ করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এর ভোকালিস্ট হামিন আহমেদ। ১৯৯৩–৯৪ সালে মাইলসকে তার সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল।

হামিন স্মৃতিচারণে লিখেছেন, অনুষ্ঠান শুরুর আগে দুপুরের খাবারের সময়, খালেদা জিয়া সরাসরি মাইলস সদস্যদের প্লেটে খাবার তুলে দেন এবং বলেন, ‘ওরা এই বাড়িতেই খাবে। আমরা যা খাই, ওরাও তাই খাবে।’ হামিন জানান, এই আন্তরিকতা ও মানবিক আচরণ তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল।

তিনি আরও উল্লেখ করেছেন, ২০১৪ সালে তার মা ফিরোজা বেগম মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা না পেলে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া অসুস্থতা সত্ত্বেও তার বাসায় এসে পরিবারের সঙ্গে বসে সান্ত্বনা দিয়েছিলেন। হামিন লিখেছেন, ‘তিনি আমাদের পরিবারেরই একজন হয়ে ছিলেন।’

বিজ্ঞাপন

বৃহৎ অসুস্থতার পর ৩০ ডিসেম্বর ২০২৫ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধার ঢেউ বইছে।

হামিন আহমেদের স্মৃতিচারণের মাধ্যমে দেশের মানুষ আবারও দেখতে পেয়েছে খালেদা জিয়ার মানবিকতা, বিনয় ও সম্মানবোধ— যা তাকে সাধারণ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর