Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিয়ার বিয়ে নিয়ে তথ্য দিলেন জ্যোতিষী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬ ১৬:৩২

২০২৬ সাল শুরু হতেই পাকিস্তানের বিনোদন অঙ্গনে যেন হঠাৎ করেই বইতে শুরু করেছে রহস্য আর রোমাঞ্চের ঝড়। আলোচনার কেন্দ্রবিন্দুতে—ললিউডের দুই আলোচিত তারকা অভিনেত্রী হানিয়া আমির ও জনপ্রিয় গায়ক আসিম আজহার। পুরোনো প্রেম কি আবার নতুন করে প্রাণ পাচ্ছে? নাকি সময়ের চক্রে ফিরে আসছে এক অসমাপ্ত অধ্যায়?

এক সময় এই জুটির প্রেম ছিল পাকিস্তানের শোবিজ অঙ্গনের ওপেন সিক্রেট। ২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘনিষ্ঠ মুহূর্ত, প্রকাশ্য ভালোবাসার প্রকাশ—সব মিলিয়ে তারা ছিলেন আলোচনার শীর্ষে। তবে ২০২০ সালে হঠাৎ করেই সেই সম্পর্কে ছেদ পড়ে। ভেঙে যায় স্বপ্নের জুটি।

বিজ্ঞাপন

কিন্তু গল্প এখানেই শেষ নয়…

সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যাওয়ার খবর সামনে আসতেই নতুন করে ডালপালা মেলে জল্পনা। এর পরপরই হানিয়া ও আসিমের মধ্যে ফের যোগাযোগ, সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, এমনকি একাধিক পাবলিক ইভেন্টে একসঙ্গে উপস্থিতি—সব মিলিয়ে ভক্তদের মনে আশার আলো জ্বলে ওঠে। গুঞ্জন ছড়ায়, চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন তারা।

এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছেন পাকিস্তানের কয়েকজন জ্যোতিষীও।

প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান হানিয়া আমিরের রাশিফল বিশ্লেষণ করে এক ভয়ংকর সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, ২০২৬ সাল হানিয়ার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ সময়। এই বছরে বিয়ের সিদ্ধান্ত নিলে বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আপাতত প্রেম নয়, হানিয়ার মনোযোগ থাকা উচিত কাজেই—এমনটাই তার পরামর্শ।

অন্যদিকে, আরেক জ্যোতিষী কিনান চৌধুরী ভিন্ন সুর তুলেছেন। তার দাবি, হানিয়ার আগের বিচ্ছেদের ভবিষ্যদ্বাণী নাকি তিনিই আগেভাগে করেছিলেন। কিনানের মতে, হানিয়া বর্তমানে নতুন এক সম্পর্কে রয়েছেন এবং সেই সম্পর্ক এ বছরই বিয়েতে গড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

ভিন্ন ভিন্ন ভবিষ্যদ্বাণী, বিপরীত দাবি—সব মিলিয়ে হানিয়া–আসিমের প্রেম যেন এখন বাস্তব আর কল্পনার মাঝামাঝি এক ধোঁয়াশা জগতে দাঁড়িয়ে।

তবে এত আলোচনা, গুঞ্জন আর ভবিষ্যদ্বাণীর মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো—হানিয়া আমির কিংবা আসিম আজহার, কেউই এখনও বিয়ে বা সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের গল্প আপাতত রয়ে গেছে গুঞ্জনের পাতাতেই।

২০২৬ সাল কি সত্যিই ললিউডের এই দুই মেগাস্টারের জীবনে ভালোবাসার নতুন অধ্যায় লিখবে? নাকি জ্যোতিষীদের আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়ে উঠবে? সেই চূড়ান্ত উত্তর দেবে সময়ই। ততদিন অপেক্ষায় ভক্তরা, আর প্রতিদিনই নতুন কৌতূহলে উত্তাল পাকিস্তানের বিনোদন অঙ্গন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
৭ জানুয়ারি ২০২৬ ০৮:৪১

‎নিয়োগ দিচ্ছে বম্বে সুইটস
৭ জানুয়ারি ২০২৬ ০৮:২৯

আরো

সম্পর্কিত খবর