৫ জানুয়ারি বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা চম্পার জন্মদিন। অভিনয় করার কথা কখনো সেভাবে ভাবেননি, হতে চেয়েছিলেন একজন সফল মডেল। কিন্তু ভাগ্য তাকে নিয়ে আসে রুপালি পর্দার জাদুকরী জগতে, যেখানে তিনি হয়ে ওঠেন সময়ের সেরা এবং ঢালিউডের এক নম্বর নায়িকা।
চম্পার অভিনয়ের শুরুটা হয়েছিল ছোটপর্দা দিয়ে। ১৯৮১ সালে আব্দুল্লাহ আল মামুনের জনপ্রিয় নাটক ‘ডুব সাঁতার’-এ অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম দর্শকদের নজরে আসেন। এরপর বড় পর্দায় তার অভিষেক ঘটে ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে। ‘তিন কন্যা’র পর ‘সহযাত্রী’ এবং ‘ভেজা চোখ’-এর মতো ব্যবসাসফল সিনেমাগুলো তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়।
শুধুমাত্র বাণিজ্যিক সিনেমাতেই নয়, চম্পা তার অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন জীবনমুখী চলচ্চিত্রেও। প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে ‘মালা’ চরিত্রে তার অনবদ্য অভিনয় আজও চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রেকর্ড পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
চম্পা মানেই ছিল আভিজাত্য এবং অভিনয়ের পরিশীলিত রূপ। আজ তার এই বিশেষ দিনে দর্শক ও ভক্তরা শ্রদ্ধা জানাচ্ছে ঢাকাই সিনেমার এই কালজয়ী অভিনেত্রীকে।