Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তার বেষ্টনীতে ‘ভাইজান’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ জানুয়ারি ২০২৬ ১৫:৫২

বলিউড সুপারস্টার সালমান খানের জীবন মানেই আলোর ঝলক, ক্যামেরার ফ্ল্যাশ আর কঠোর নিরাপত্তার ছায়া। রূপালি পর্দায় যিনি কোটি ভক্তের হৃদয়ের নায়ক, বাস্তব জীবনে সেই মানুষটিই প্রতিনিয়ত চলেন ঝুঁকি আর শঙ্কার মাঝখান দিয়ে। মৃত্যুর হুমকি, কড়া নিরাপত্তা আর কাজের ব্যস্ততায় তার জীবন যেন এক অদৃশ্য বৃত্তে বন্দি।

এই ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝেই সম্প্রতি এল এক টুকরো সুখবর, যা খান পরিবারে এনে দিয়েছে আনন্দের হালকা রোশনাই। সালমান খানের বোনের ছেলে, অভিনেতা অয়ন অগ্নিহোত্রীর বাগদান সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, বাগদানের পরই নতুন সংসারের পথে পা রেখেছেন অয়ন। সামাজিক মাধ্যমে নিজেই সেই সুখবর ভাগ করে নেন তিনি, আর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।

বিজ্ঞাপন

খবর প্রকাশের পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার মজার ছলে জানতে চাইছেন— ‘এবার কি মামা সালমান খানের বিয়ের পালা?’ তবে এই প্রসঙ্গে বরাবরের মতোই নির্লিপ্ত ভাইজান। বর্তমানে তার পুরো মনোযোগ ‘বিগ বস’ শো ঘিরেই।

নিজের ব্যক্তিগত জীবনের নিঃসঙ্গতার কথাও মাঝেমধ্যে অকপটে তুলে ধরেন সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, গত ২৫ বছরে তিনি কারও সঙ্গে নৈশভোজে যাননি। শুটিং সেট, বাড়ি আর হোটেল— এই তিন জায়গাতেই সীমাবদ্ধ তার জীবন। এই একঘেয়ে ও নিয়ন্ত্রিত জীবনের কারণে অনেক বন্ধুকেই হারিয়েছেন তিনি। এখন হাতে গোনা চার-পাঁচজন বন্ধুই তার জীবনের সঙ্গী।

এই কথাগুলো তার জীবনের এক ভিন্ন দিক তুলে ধরে— যেখানে গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে একাকিত্ব আর ত্যাগের গল্প। তবুও পরিবারের সুখবর, ভাগ্নের বাগদান আর নতুন সংসারের সূচনা, হয়তো সেই নিঃসঙ্গতার দেয়ালে একটু হলেও রঙ ছড়িয়েছে।

নিরাপত্তার ঘেরাটোপে আবদ্ধ ভাইজানের জীবনে এই ছোট্ট পারিবারিক আনন্দ যেন এক ঝলক স্বস্তির নিঃশ্বাস। খান পরিবারের নতুন সদস্যের আগমনে শুধু পরিবার নয়, ভক্তদের মনেও বইছে খুশির হাওয়া। আলোর মঞ্চে দাঁড়িয়ে থাকা এক মানুষের জীবনে, এমন মুহূর্তই হয়তো সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গভীর আনন্দের।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর