Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামান্নার চমক— এক মিনিটে এক কোটি!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬ ১৪:৪৪

দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া যেন নতুন বছরেই সবাইকে তাক লাগিয়ে দিলেন। ‘আজ কি রাত’ গানের তালে কোমর দোলাতে দোলাতে এমন পারিশ্রমিক নিলেন যে, তা শুনে ভক্তরা ও শিল্পমহল উভয়ই চমকে উঠেছে। এক মিনিটে কোটি রুপি!

গত বছরের বিদায়বেলায় গোয়ার সমুদ্রসৈকতে একটি জমকালো অনুষ্ঠানে তামান্নার নাচের দৃশ্য ছিল যেন এক স্বপ্নিল মুহূর্ত। দর্শকরা তার সামনে দাঁড়াতেই সামলাতে পারছিলেন না উত্তেজনা। কেবল ৬ মিনিটের জন্য পারফর্ম করতে গিয়ে অভিনেত্রীকে দেওয়া হয়েছে ৬ কোটি রুপি, যা মিনিটে এক কোটি রুপির সমান।

মঞ্চে তামান্না উঠলেই যেন পুরো পরিবেশ বদলে যায়। সবাই তার দিকে তাকিয়ে চিৎকার করে ডাকছিলো, মুগ্ধতার সুরে ভরা চোখে খুঁজছিলো তার প্রতিটি নৃত্যবিন্দু। শরীরী সৌন্দর্য আর স্টাইলিশ উপস্থিতি দর্শকদের মন কেড়েছে একেবারে। অনুষ্ঠানে তামান্নার সঙ্গে ছিলেন সোনম বাজওয়া, ডিজে চেতসসহ একাধিক শিল্পী, যারা পারফরম্যান্সকে আরও রঙিন করে তুলেছিলেন।

বিজ্ঞাপন

গেল বছর তামান্না ব্যক্তিগত জীবনে কিছুটা কষ্টের মধ্যে ছিলেন, তবে ‘আজ কি রাত’ গানটি আকাশছোঁয়া সাফল্য এনে দিয়েছে। সেই সাফল্যের ধারা নতুন বছরেও বজায় রেখেছেন তিনি। ‘কাভাল্লা’ থেকে ‘গুফর’-এর তালে নাচে তামান্না যেন দর্শকদের মনোযোগ নিজের দখলে রেখেছেন।

যখন অভিনেত্রী কোমর দোলাচ্ছেন, তখন ভক্তদের মনে হয়—না, এটি কেবল নাচ নয়, এটি এক মুহূর্তের জাদু। আর সেই জাদুর বিনিময়ে মিলছে কোটি রুপি! সত্যিই, তামান্না ভাটিয়া এখন ‘মিনিটে কোটি রুপি’র কিংবদন্তি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর