Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের সিনেমা থেকে দূরে সরলেন তিশা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬ ১৫:৫৪

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা এবার শোনালেন তার এক অদ্ভুত ভীতির কথা, যা তাকে শাকিব খানের সিনেমার অডিশন থেকে দূরে রেখেছে। ‘আমি তো আসলে অভিনয় শিখিনি,’ তিশা হাসতে হাসতে বলেন। ‘অডিশন দিলে আমি নিশ্চিত যে আমাকে বাদ দিয়ে দেবেন। তাই বলেছিলাম, অডিশন ছাড়া নিলে নিতে পারেন।’

তিশার মতে, শুটিং সেটের লাইট-ক্যামেরার পরিবেশ ছাড়া তিনি চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন না। তাই অডিশনে যাওয়ার আগে নার্ভাস হয়ে পড়া তার জন্য স্বাভাবিক।

তিশা আরও জানান, শুটিং সেটে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলে তিনি সাবলীলভাবে কাজ করতে পারেন না। তবে ভালো খবর হলো, শিগগিরই তিনি একটি বড় প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন, যা ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই প্রজেক্টের বিস্তারিত তিনি এখনই প্রকাশ করতে চাননি।

বিজ্ঞাপন

ছোট্ট নার্ভাসিটিকে পেছনে রেখে, তিশা তার নিজস্ব পথে অভিনয়ের নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছেন। মনে হচ্ছে, শাকিব খানের সিনেমার অডিশন ভীতি এখনো তিশার জীবনের ছোট্ট চমক! হয়তো এটাই তাকে বড় পর্দায় নতুন এক চরিত্রের জন্য অপেক্ষা করতে শেখাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর