Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাট্যম রেপার্টরীর আয়োজনে ডা. ফারুক আজমের ‘কবিতাময় একটি সন্ধ্যা’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬ ১৬:৪০ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৭:০৭

পৌষের মনোরম শীতে নাট্যম রেপার্টরী আয়োজন করছে ‘কবিতাময় একটি সন্ধ্যা’র। ৮ জানুয়ারি (বৃহস্পতিবার), সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই আয়োজনে কবিতা পাঠ করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত আবৃত্তিশিল্পী ডা. ফারুক আজম, সাথে থাকছে চায়ের আড্ডা। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

ডা. ফারুক আজম পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। সেইসাথে একজন লেখক, আবৃত্তিকার, সঞ্চালক, কবি ও নাট্যকার। সেই করোনাকাল থেকে নিউ জার্সি থেকে নিয়মিত অনলাইন অনুষ্ঠান ‘কাছের মানুষ’ উপস্থাপনা করছেন তিনি। উল্লেখ্য, ডা. ফারুক আজম চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন সময়ে জন কীটসের ‘ওড টু আ নাইটিঙ্গেল’ আবৃত্তির জন্য ইংরেজি কবিতায় সেরা আবৃত্তিকারের পুরস্কার পেয়েছিলেন। ২০১৪ সালে কলকাতায় ‘কার্তুজ’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভানিয়ার বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তির জন‍্য তাকে আমন্ত্রণ জানানো হয় তাকে। তার প্রকাশিত আবৃত্তি অ্যালবাম- ২টি। যার ১টি, কবি নির্মলেন্দু গুণ এবং অন্যটি প্রখ্যাত আবৃত্তিকার রূপা চক্রবর্তীর সঙ্গে। এছাড়াও বাংলা একাডেমি, ঢাকা কর্তৃক প্রকাশিত হয় তার প্রবন্ধের বই ‘মরনরে তুঁহু মম শ‍্যাম সমান’।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর