Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানি শিল্পী আবিদা পারভীনের মৃত্যু! বিভ্রান্তিতে সংগীতপ্রেমীরা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬ ১৫:০৮

সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়াতে সময় লাগে না— কিন্তু সত্য পৌঁছাতে কখনো কখনো লাগে এক ঝলক বিশ্বাস। ঠিক তেমনই এক বিভ্রান্তিকর মুহূর্তের সাক্ষী হলো দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীরা, যখন হঠাৎ করে ছড়িয়ে পড়ে কিংবদন্তি সুফি গায়িকা আবিদা পারভীনের মৃত্যুর খবর। মুহূর্তেই উদ্বেগ, শোক আর প্রশ্নে ভরে ওঠে ভক্তদের টাইমলাইন।

কিন্তু সেই শোকের আবহ কাটতে বেশি সময় নেয়নি। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়— এই খবর সম্পূর্ণ ভুয়া। আবিদা পারভীন সুস্থ, নিরাপদ এবং সংগীতের সুরেই আছেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, লাহোরের দিলগরান চক এলাকায় ‘আবিদা পারভীন’ নামের এক ভিন্ন নারীর মৃত্যুর ঘটনাকে ঘিরেই এই বিভ্রান্তির সূত্রপাত। নামের মিল, সঙ্গে সামাজিক মাধ্যমে যাচাইহীন শেয়ার— আর তাতেই জন্ম নেয় একটি বড় গুজব। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত হন, তেমনি উদ্বিগ্ন হয়ে পড়েন শিল্পীর অগণিত ভক্ত।

বিজ্ঞাপন

আবিদা পারভীনের কন্যা এই গুজব নাকচ করে বলেন, এমন ভুল তথ্যে শুধু ভক্তরাই নয়, পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত হয়। তাই তিনি গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানান— নির্ভরযোগ্য সূত্র ছাড়া যেন কোনো খবর বিশ্বাস বা প্রচার না করা হয়।

আবিদা পারভীন— এই নামটি শুধু একজন শিল্পীর পরিচয় নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রার প্রতীক। ‘ইয়ার কো হামনে জা বাজা’, ‘মন কুন্তো মওলা’, ‘দামাদম মস্ত কালন্দর’— এমন অসংখ্য কালজয়ী সুফি গান দিয়ে তিনি যুগের পর যুগ ধরে মানুষের আত্মাকে ছুঁয়ে যাচ্ছেন। তাই তার অসুস্থতা বা মৃত্যুর খবর আগেও কয়েকবার গুজব হয়ে ফিরেছে, আর প্রতিবারই পরিবারকে সামনে এসে সত্যটা জানাতে হয়েছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর