Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দার নায়ক থেকে রুক্ষ বিদ্রোহী শহিদ কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬ ১৬:৩৯

বলিউডে ‘চকলেট বয়’ ইমেজ ভাঙার সাহসটা খুব কম অভিনেতাই দেখাতে পেরেছেন। শহিদ কাপুর সেই তালিকায় একেবারে প্রথম সারিতে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙেছেন, গড়েছেন নতুন করে— আর প্রতিবারই চমকে দিয়েছেন দর্শককে। ‘কবীর সিং’-এর আগুনঝরা আবেগের পর এবার তিনি হাজির হচ্ছেন আরও রুক্ষ, আরও বিদ্রোহী এক রূপে— বিশাল ভরদ্বাজ পরিচালিত নতুন সিনেমা ‘ও রোমিও’ নিয়ে।

প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারেই স্পষ্ট— এ শহিদ আর আগের মতো নন। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, শরীরজুড়ে ট্যাটু, সুঠাম পেশিবহুল অবয়ব আর এক ধরনের নীরব হিংস্রতা— সব মিলিয়ে যেন এক যোদ্ধা, যে লড়াইয়ে নামতে দ্বিধা করে না। পোস্টার দেখেই সিনে-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল আর উত্তেজনা।

বিজ্ঞাপন

শহিদের এই রূপান্তর হঠাৎ নয়। ক্যারিয়ারের শুরুতে ‘ইশক ভিশক’ বা ‘বিবাহ’-এর মতো ছবিতে রোমান্টিক নায়ক হিসেবে পরিচিত হলেও সময়ের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ঝুঁকিপূর্ণ চরিত্র। ‘হায়দার’-এ মানসিক দ্বন্দ্বে জর্জরিত এক তরুণ, ‘উড়তা পাঞ্জাব’-এ ক্ষতবিক্ষত রকস্টার, আর ‘কাবীর সিং’-এ আত্মবিধ্বংসী প্রেমিক— প্রতিটি চরিত্রেই ছিল আলাদা ছাপ।

‘ও রোমিও’ যেন সেই ধারাবাহিকতারই আরও এক ধাপ এগোনো রূপ। বিশাল ভরদ্বাজের সঙ্গে শহিদের রসায়ন নতুন নয়। ‘কামিনে’ আর ‘হায়দার’-এর পর এই জুটি আবারও প্রমাণ করতে চলেছে, শক্তিশালী গল্প আর চরিত্রনির্ভর সিনেমায় শহিদ কতটা ভয়ংকরভাবে নিজেকে মেলে ধরতে পারেন।

এই ছবির জন্য শারীরিক প্রস্তুতিতেও ছিল বাড়তি পরিশ্রম। ফিটনেস, বডি ট্রান্সফরমেশন আর লুক— সবকিছুতেই শহিদ যেন নিজেকে ছাড়িয়ে যেতে চেয়েছেন। সিনেমা বিশ্লেষকদের মতে, ক্যারিয়ারে এই প্রথম তিনি এত বড় মাত্রার ভিজ্যুয়াল পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন।

সহশিল্পী হিসেবে রয়েছেন তৃপ্তি দিমরি, গৌরব শর্মা ও নানা পাটেকরের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা। ফলে অভিনয়ের লড়াইটাও যে জমবে, তা বলাই বাহুল্য।

সব মিলিয়ে ‘ও রোমিও’ শুধু আরেকটি অ্যাকশন থ্রিলার নয়; এটি শহিদ কাপুরের অভিনয়-যাত্রার আরেকটি সাহসী অধ্যায়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর