বলিউডে বছরের শুরুতেই ভক্তদের জন্য এসেছে সুখবর। দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় দেখা মিলছে বলিউডের প্রিয় অভিনেত্রী রানী মুখার্জিকে, এবার দুর্ধর্ষ পুলিশ অফিসার শিবানী শিবাজী রয় হিসেবে।
আগে জানানো হয়েছিল, ‘মারদানি ৩’ ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। কিন্তু ভক্তদের উন্মাদনা ও উত্তেজনা বিবেচনা করে নির্মাতারা মুক্তির তারিখ প্রায় এক মাস এগিয়ে নিয়ে এসেছে। নতুন ঘোষণা অনুযায়ী, ৩০ জানুয়ারি সিনেমাটি বড় পর্দায় দেখা যাবে।
সম্প্রতি যশরাজ ফিল্মস সামাজিক মাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে রানীর নতুন লুক এবং মুক্তির তারিখ নিশ্চিত করেছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘তিনি থামবেন না, যতক্ষণ না সবাইকে বাঁচান। রানী মুখার্জি পুলিশ হিসেবে ফিরে আসছেন।’
রানী মুখার্জি নিজেও সিনেমার প্রতি দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়েছেন। তার মতে, ‘মারদানি ৩’ আগের দুটি কিস্তির তুলনায় আরও ধারালো। এটি কেবল একটি সিনেমা নয়, এটি মানুষের আবেগের প্রতিফলন। এবারের কিস্তি হবে আরও অন্ধকার, আরও নির্মম এবং বাস্তবের কঠিন প্রতিচ্ছবি।’
মারদানি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। দীর্ঘ প্রায় সাত বছর পর তৃতীয় কিস্তি দর্শকদের জন্য বড় পর্দায় হাজির হতে চলেছে। সিনেমাটির পরিচালক অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনা করেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। রানী মুখার্জির পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জানকি বোদিওয়ালা।
ফ্র্যাঞ্চাইজির ভক্তরা এবারও অপেক্ষায় আছেন শিবানীর সাহসী, নির্মম এবং বাস্তবধর্মী অভিযান দেখতে। সত্যিই, এই সিনেমা শুধু থ্রিলারই নয়, এটি এক প্রেরণার গল্প, যেখানে একজন পুলিশ অফিসারের অদম্য সাহসই মুখ্য।