Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রায় এক দশক পর প্রেমের সুরে ফিরছেন ব্রুনো মার্স

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬ ১৬:৪৩

দর্শক-শ্রোতাদের মনে নতুন করে রোমান্টিক ঢেউ তুলতে প্রস্তুত ব্রুনো মার্স। দীর্ঘ বিরতির পর একক শিল্পী হিসেবে নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন এই মার্কিন পপ তারকা। নামই বলে দিচ্ছে অনেক কিছু— ‘দ্য রোমান্টিক’। আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই অ্যালবাম, আর এরই মধ্যে সংগীতপ্রেমীদের উত্তেজনা ছুঁয়েছে তুঙ্গে।

ব্রুনো মার্স মানেই ঝাঁঝালো ফাঙ্ক, আত্মা ছুঁয়ে যাওয়া প্রেমের কথা আর নস্টালজিক গ্রুভ। ‘জাস্ট দ্য ওয়ে ইউ আর’, ‘হোয়েন আই ওয়াজ ইয়োর ম্যান’ কিংবা ‘ভার্সেস অন দ্য ফ্লোর’— প্রতিটি গানেই তিনি প্রেমকে নতুন ভাষা দিয়েছেন। এবার সেই প্রেমই ফিরছে নতুন মোড়কে, আরও পরিণত, আরও আবেগী রূপে।

বিজ্ঞাপন

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’-এর পর এই প্রথম একক অ্যালবাম আনছেন ব্রুনো মার্স। প্রায় এক দশকের এই বিরতিতে তিনি চুপ করে থাকেননি— বরং সংগীতের ভিন্ন ভিন্ন ধারায় নিজেকে ভেঙেছেন, গড়েছেন নতুন পরিচয়। লেডি গাগার সঙ্গে ‘ডাই উইথ আ স্মাইল’ কিংবা ব্ল্যাকপিংকের রোজের সঙ্গে ‘এপিটি’— সবই প্রমাণ করে, সময়ের সঙ্গে তাল মিলিয়েই এগিয়েছেন তিনি।

নতুন অ্যালবামের প্রচ্ছদও বেশ অর্থবহ। সাদা-কালো আঁকায় বন্দি ব্রুনো মার্স, মাথায় ব্যান্ডানা, চারপাশে গোলাপের নকশা— যেন পুরোনো দিনের রোমান্টিক সিনেমার পোস্টার। প্রেম, নস্টালজিয়া আর ক্লাসিক আবহ— সব মিলিয়ে অ্যালবামের নামের সঙ্গে দারুণ মানানসই।

৯ জানুয়ারি থেকেই অ্যালবামের গান প্রকাশ শুরু হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন, এটি হবে ‘ওল্ড স্কুল ব্রুনো’র প্রত্যাবর্তন, কেউ আবার আশা করছেন আরও আধুনিক, পরীক্ষাধর্মী সাউন্ড।

এক দশক পর একক অ্যালবাম— এই প্রত্যাবর্তন শুধু নতুন গানের নয়, বরং এক ধরনের আবেগেরও। প্রেম, সম্পর্ক আর জীবনের অনুভূতিগুলোকে ব্রুনো মার্স যেভাবে সংগীতে রূপ দেন, তা শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নেয়।

সব মিলিয়ে বলা যায়, ‘দ্য রোমান্টিক’ শুধু একটি অ্যালবাম নয়— এটি ব্রুনো মার্সের সংগীতযাত্রার নতুন অধ্যায়। প্রেমের সুরে আবারও মন ভরাতে প্রস্তুত এই তারকা। এখন শুধু অপেক্ষা— ফেব্রুয়ারির সেই দিনের, যখন ভালোবাসার গানগুলো আবারও আমাদের প্লেলিস্টে রাজত্ব করবে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর