চার বছর পর নাটকে ঈশিতা
১৯ জুলাই ২০১৮ ১৭:২৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন নির্মাতা রেদওয়ান রনি। আর এই কাজ করতে গিয়ে কাজ করা হয়েছে অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে। কিন্তু কাজ করা হয়নি একজনের সঙ্গে। তিনি রুমানা রশীদ ঈশিতা। তবে এবার সেটাও হলো। প্রথমবারের জন্য রনির নির্দেশিত নাটকে কাজ করছেন ঈশিতা।
রেদওয়ান রনি পরিচালিত ‘পাতা ঝরার দিন’ নাটকে অভিনয় করবেন রুমানা রশিদ ঈশিতা। এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর টিভিতে অভিনয় করছেন গুণী এই অভিনেত্রী। মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে হতে যাওয়া ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছে নাটকটি।
পর্দায় অনেকদিন পর ফিরছেন ঈশিতা। কেমন চরিত্রে বা কেমন রূপে তাকে পর্দায় আনছেন রনি? ‘ঈশিতার চরিত্র অদ্ভুত এবং চ্যালেঞ্জিং। এরকম একটি চরিত্র বাছা হয়েছে ঈশিতার জন্য। দীর্ঘদিন পর জনপ্রিয় এই অভিনেত্রীকে দর্শক পাবে নতুনরূপে শুধু এটুকুই জানাতে চাই, বাকিটা চমক হিসেবে থাক ঈদের জন্য।’
ঈশিতার চরিত্র নিয়ে রহস্য শেষে গল্প নিয়েও একটা কৌতুহল এবং উত্তেজনা রেখে দিলেন রেদওয়ান রনি। বললেন, ‘একটা সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে এই কাহিনীচিত্র।’
চরিত্র ও গল্পের চমক দিলেন পরিচালক। আর অভিনেত্রী ঈশিতা চমকে দিলেন অন্যভাবে। তিনি জানালেন চার বছর হয়ে গেছে তার অভিনীত নতুন কোনো নাটক প্রচার হয়না। ঈশিতা বলেন, ‘আমি গত এপ্রিল মাসে কলকাতায় একটা নাটকে অভিনয় করেছি। সেটার কলকাতার অংশ শেষ হয়েছে। কিন্তু ঢাকার অংশ শেষ হয়নি। কিছুদিন পরেই শুুরু করব রনির নতুন নাটক। আমার ধারণা রনির নাটকটাই আগে প্রচার হবে। আর সেটা হলে চার বছর পর আমার অভিনীত নতুন কোনো নাটক প্রচার হবে টিভিতে।’
‘পাতা ঝরার দিন’ নাটবে আরও অভিনয় করছেন হাসান ইমাম, মৌসুমী হামিদ ও লামিয়া। ঢাকা ও ঢাকার আশেপাশে নাটকের শুটিং শুরু হবে ২২ জুলাই থেকে। চলবে টানা ৫দিন। ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আই-তে প্রচার হবে নাটকটি।
সারাবাংলা/পিএ/পিএম
পাতা ঝরার দিন ভাই ব্রাদার এক্সপ্রেস রুমানা রশিদ ঈশিতা রেদওয়ান রনি