Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্জয়ের জীবনী নিয়ে দ্বিতীয় সিনেমা


২০ জুলাই ২০১৮ ১৫:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্জয় দত্ত রাম গোপাল ভার্মা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

‘সঞ্জু: একজন মানুষ অনেক জীবন’ সিনেমা ঘোর এখনো কাটেনি। বলিউড ইতিহাসের সেরা ইনকাম করা ছয়টি সিনেমার মধ্যে সঞ্জু অন্যতম। ভারত ও ভারতের বাইরে থেকে ছবিটি আয় করেছে ৫০০ কোটির রুপির বেশি।

এসব সমীকরণের রেশ কাটতে না কাটতে চলে এলো নতুন ঘোষণা। সঞ্জয়ের জীবন নিয়ে তৈরি হবে নুতন আরেকটি বায়োপিক। আর এবার এটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউডের নামকরা পরিচালক, প্রযোজক রাম গোপাল ভার্মা। ছবির নাম হতে পারে ‘সাঞ্জু: দ্য রিয়েল স্টোরি’।

রাম গোপাল সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কারণ রাজকুমার হিরানি নির্মিত ‘সঞ্জু’ দেখার পর রাম গোপালের মনে হয়েছে যে সঞ্জয়ের জীবনের কিছু জায়গা ছবিতে ঠিকভাবে উপস্থাপন করা হয়নি। যা দর্শকদের পরিস্কার হওয়া উচিত।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিররের কাছে ভার্মা এই কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি ছবিটি বানাবো’। তবে এর বেশি কিছু বলেননি তিনি। ‘সঞ্জু’-তে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। কিন্তু নতুন ছবিতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত না।

জানা গেছে ভার্মার চলচ্চিত্র প্রতিষ্ঠান বেশি নজর দেবে সঞ্জয়ের জীবনের আইনি বিষয় এবং তার বিরুদ্ধে থাকা সন্ত্রাসী অভিযোগগুলোর দিকে। সূত্র জানাচ্ছে, ‘সঞ্জয়ের নেশাগ্রস্ত জীবন, মায়ের মৃত্যুর পর তার অসহায়ত্ব, বহুসংখ্যক সম্পর্ক  এবং সন্ত্রাসী অভিযোগের অনেক কিছুর তথ্য সংগ্রহ করা হয়ে গেছে।’

নতুন এই ছবিটি নাকি অনেক অনুদ্ঘাটিত বিষয়ের উত্তর জানাবে দর্শকদের। সূত্র আরও জানাচ্ছে যে, এসব ঘটনা নিয়ে গবেষণার জন্য ভার্মা নিজেই সঞ্জয়ের সহকারী এবং পুলিশদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছেন।

এর আগে রাম গোপাল ভার্মার সঙ্গে দুটি সিনেমায় কাজ করেছেন সঞ্জয়। ১৯৯৭ সালে ‘দাউদ’ এবং ২০১২ সালে ‘ডিপার্টমেন্ট’ ছবি মুক্তি পায়।

সারাবাংলা/পিএ

রাম গোপাল ভার্মা সঞ্জয় দত্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর