Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় আসছেন ঋতু


২১ জুলাই ২০১৮ ১৫:৫৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতার মেয়ে হলেও ঢাকায় সমান জনপ্রিয়তা রয়েছে তার। এক সময় বাংলাদেশি সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন, করছেন এখনো। তাই ঢাকায়ও আসতে হচ্ছে তাকে বেশ নিয়ম করেই।

গুঞ্জন শোনা যাচ্ছে, ঋতু এবার ঢাকায় আসছেন নতুন ছবিতে কাজ করবেন বলে। ‘জ্যাম’ শিরোনামের ছবিটি প্রযোজনা করছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি। পরিচালনা করছে নঈম ইমতিয়াজ নেয়ামুল।

তবে পরিচালকের পক্ষ থেকে সারাবাংলাকে জানানো হয়েছে, জ্যাম ছবিতে এখনো চুক্তিবদ্ধ হননি ঋতুপর্ণা। এমনকি ছবিটি করার ব্যাপারে কোন কথাও দেননি তিনি। রোববার ঢাকায় এলে তাকে সিনেমার গল্প শোনানো হবে। চরিত্র পছন্দ হলে তিনি সিনেমাটি করতেও পারেন। তবে, সিনেমা করুক বা না করুক ছবির মহরতে ঠিকই উপস্থিত থাকবেন ঋতুপর্ণা।

মান্না ও তার স্ত্রী শেলীর সঙ্গে ঋতুপর্ণার সম্পর্ক পারিবারিক। এ কারণেই মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবিটি করার সম্ভাবনা রয়েছে ঋতুর। আসছে অক্টোবরে শুরু হবে ছবিটির শুটিং।

‘জ্যাম’ ছবির গল্প সাজিয়েছিলেন প্রয়াত আহমেদ জামান চৌধুরী। চিত্রনাট্য করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল, শেলী মান্না ও পান্থ শাহরিয়ার। ছবিতে যদি ঋতু অভিনয় করেন তাহলে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানায়নি নির্মাতারা।

সারাবাংলা/টিএস/এএসজি

ঋতুপর্ণা সেনগুপ্ত মান্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর