দুই বোনের কণ্ঠে বাবার গান
২৫ জুলাই ২০১৮ ১০:২১ | আপডেট: ২৫ জুলাই ২০১৮ ১১:৪৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দেশের বরেণ্য কণ্ঠশিল্পী মাহমুদ উন নবী। ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি’, ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে বল কি হবে’, ‘ও মেয়ের নাম দেব কি’ শিরোনামের গানগুলো জনপ্রিয় হয় তার কণ্ঠেই। সেই গানগুলোর আবেদন আজও আছে। প্রজন্ম থেকে প্রজন্মের কণ্ঠে বেঁচে আছে তার গান।
প্রয়াত কণ্ঠশিল্পী মাহমুদ উন নবী’র দুই মেয়ে। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। এবার তারা একসঙ্গে গাইবেন তাদের বাবার গাওয়া গান। এর আগেও তারা এককভাবে এবং যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের বাবার গাওয়া গান গেয়েছেন। তবে এবার গানগুলো আসছে অ্যালবাম আকারে।
অ্যালবাম প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘প্রিয় কণ্ঠশিল্পীর গান সন্তান হিসেবে গাওয়াটা কঠিন। কারণ বাবার জনপ্রিয়তা এবং তার প্রতি মানুষের ভালবাসা অন্যরকম। তার ভক্তরা আমাদের দেখলেই বলেন, “গুণী বাবার কন্যারা কেমন আছো? তোমার বাবার মতো কণ্ঠ আজও তো পেলামনা! বড় ভালো মানুষ ছিলেন।’’ তখনই বুঝি বাবা কিংবদন্তি। তার গান গাওয়া অনেক বড় দায়িত্বের। আমরা দুই বোন বাবার কিছু গান শ্রোতাদের কাছে তুলে দিলাম। বাবার মতো গাইতে পারিনি, চেষ্টা করেছি মাত্র।’
মাহমুদ উন নবীকে স্মরণ করে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করবে অ্যালবামটি। কোরবানি ঈদে অ্যালবামটি প্রকাশ পাবে বলে জানান সামিনা চৌধুরী। ১০ টি গান নিয়ে অ্যালবামের নাম রাখা হয়েছে ‘আমার গানের প্রান্তে’।
সারাবাংলা/পিএ