আরেফিনের পরের সিনেমা কবে?
২৫ জুলাই ২০১৮ ১৮:১৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
২০১৭ সালে প্রেক্ষাগৃহে আসে ‘ভুবন মাঝি’ ছবিটি। সিনেমার পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী সময়ের রাজনৈতিক বাস্তবতা। দুটো সময়কে জোড়া দিয়ে বানানো এই ছবিটি দুই বাংলাতেই পেয়েছে ভালো সাড়া। আর নির্মাণে মুন্সিয়ানা দেখানোয় প্রশংসিত হয়েছেন ছবিটির পরিচালক ফাখরুল আরেফিন খান।
‘ভুবন মাঝি’ মূলত একজন সাধারণ মানুষের বিদ্রোহী হয়ে ওঠার গল্প। গল্পের শুরু ১৯৭০ সাল, শেষ ২০১৩। ছবিটিতে অভিনয় করেছেন মাজনুন মিজান, পরমব্রত চট্টোপাধ্যায় ও অর্পণা ঘোষ। একটি ভুখন্ডের স্বাধীনতা প্রাপ্তির পূর্বাপর ইতিহাস, বিদ্রোহ, প্রেম, মানবিকতা, স্বাধীনতা ও সংস্কৃতির বিস্তারিত উঠে এসেছে এই সিনেমায়।
ভুবন মাঝি’র পর এখনো পর্যন্ত নতুন সিনেমার কাজে হাত দেননি ফখরুল আরেফিন খান। সিনেমাপাড়ায় জোর গুঞ্জন পরের শীতেই নতুন সিনেমার দৃশ্যধারণে যাবেন এ পরিচালক। তবে এই প্রতিবেদকের কাছে ফাখরুল আরেফিন খান দাবী করেছেন, এখনো অনেক কিছুই নিশ্চিত নয়। তবে নতুন ছবির ব্যাপারে জোর চেষ্টা চলছে।
ফাখরুল আরেফিন খান বলেন, ‘বেশ কয়েকটা চিত্রনাট্য আমি একসঙ্গে তৈরি করে রাখতে চাই। তারপর একটা একটা করে শুটিংয়ে যাবো। শীতে হয়তো শুটিংয়ে যেতে পারি, তবে সেটা অনেক ‘যদি ও কিন্তুর’ওপর নির্ভর করছে। তাই নিশ্চিত করে আপাতত কিছু বলছি না। দেখা যাক।’
উল্লেখ্য, আগস্টের ৩ তারিখে পশ্চিম বাংলার ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে ‘ভুবন মাঝি’। ভারতে ছবিটি পরিবেশনা করছেন জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীল।
এদিকে, লন্ডনে অনুষ্ঠিত ১৯তম রেইনবো চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ড বিশেষ পুরস্কার পেয়েছেন ‘ভুবন মাঝি’ পরিচালক ফাখরুল আরেফিন খান। ইমার্জিং অভিনেতার পুরস্কার পেয়েছেন অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান। একই উৎসবে ‘হালদা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন তৌকির আহমেদ।
সারাবাংলা/টিএস/পিএ