Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঙ্গবদ্ধ হচ্ছে চার্লির অ্যাঞ্জেলরা


২৭ জুলাই ২০১৮ ১৫:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার্লিস অ্যাঞ্জেল

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

পরিচালক এলিজাবেথ ব্যাঙ্কস তার অ্যাঞ্জেলদের খুঁজে পেয়েছেন। আর তারা এখন সঙ্গবদ্ধ হচ্ছেন। বুঝে নিচ্ছেন একেক জনের কাজ। আর কারা এই তিন অ্যাঞ্জেল তা নিশ্চিত করেছে ভ্যারাইটি।

প্রযোজনা প্রতিষ্ঠান সনি চূড়ান্ত করেছে ‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী ‘ক্রিস্টিন স্টুয়ার্ট’, ‘আলাদিন’ খ্যাত ‘নওমি স্কট’ এবং এলা বালিন্সকাকে। পরিচালক এলিজাবেথ ব্যাঙ্কস নিজেও গুরুত্বপূর্ণ ‘বসলি’ চরিত্রে অভিনয় করবেন।

১৯৭০ সালে টিভি সিরিজ হিসেবে প্রচার হতো চার্লিস অ্যাঞ্জেল। এটি প্রথম চলচ্চিত্রে রূপ নেয় ২০০০ সালে। ২০০৩ সালে মুক্তি পায় আরেকটি পর্ব। ২০১৯ সালে আবারও অ্যাঞ্জেলদের দেখতে পাবার আভাস দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আর সেকারণেই শিল্পীদের চূড়ান্ত করেছে তারা।

বিজ্ঞাপন

চিত্রনাট্যের একটি কপি জমা দিয়েছেন পরিচালক। এলিজাবেথ ব্যাঙ্কসের সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন জয় বসু। শোনা যাচ্ছে ব্যাঙ্কস এবং জয় মিলে মজার এবং দুর্ধর্ষ সব সিকোয়েন্স লিখেছেন।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর