Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারো শতক নিয়ে শীর্ষে সালমান


২৬ ডিসেম্বর ২০১৭ ১৮:৪২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই সুপারস্টার সালমান খান। কিন্তু মাঝে কিছুটা পিছলিয়ে পড়েছিলেন ‘ম্যানে পেয়ার কিয়া’খ্যাত এই তারকা। খুব একটা জমাতে পারছিলেন না বক্স অফিস। তবে খারাপ সময় কাটতে শুরু করে ২০০৯ থেকে। সে বছর সালমানের ছবি ‘ওয়ান্টেড’ ব্যবসা সফল হয়।

এরপর ২০১০ সালে ‘দাবাং’ দিয়ে পুরোই বাজিমাত। সে বছর সালমানের ‘দাবাং’ শত কোটির ওপরে ব্যবসা করে। এরপর শত কোটি ব্যবসাকে ছেলেখেলায় পরিণত করেন সালমান খান। একে একে আরও ১১টি ছবি উপহার দেন দর্শকদের যার প্রত্যেকটি ১০০ কোটির ওপরে ব্যবসা করেছে। সব মিলিয়ে সালমানের একশ কোটির ওপরে ব্যবসা করা ছবির সংখ্যা এখন ১২।

বিজ্ঞাপন

এই তালিকায় সালমান খানের পরেই আছেন অক্ষয় কুমার। তবে মাঝে চার সংখ্যার দূরত্ব। অক্ষয়ের শতকোটি ব্যবসা করা ছবির সংখ্যা ৮। তবে বেশ ভালো গতি নিয়েই আগাচ্ছেন বলিউডের এই সাইলেন্ট কিলার।

৭টি করে ছবি নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান আর অজয় দেবগন। শুনতে অবাক লাগলেও মিস্টার পারফেক্টশনিস্টখ্যাত আমির খান কিন্তু বেশ পিছিয়েই আছেন তালিকায়। তার শতকের সংখ্যা মাত্র ৫।

সারাবাংলা/পিএম

সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর