তিন শিল্পীর ‘রঙের মানুষ’
২৮ জুলাই ২০১৮ ১৬:২৯ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১৬:৩৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
অন্তর্জালিক প্লাটফর্মকে ব্যবহার করে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলা গানের জগত। কয়েকবছর ধরে নিয়মিতই প্রকাশিত হচ্ছে অ্যালবাম। ইউটিউবে প্রকাশ হচ্ছে একক ও দ্বৈত গান। ভিডিও শেয়ারিং-এর অন্যান্য সাইট, বিশেষ করে বিভিন্ন সফটওয়ারেও নিজেদের গান দিচ্ছেন শিল্পীরা। আর এই মাধ্যমগুলো ব্যবহার করে উঠে দাঁড়াচ্ছে সংগীতের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।
এরই ধারাবাহিকতায় জি-সিরিজের অগ্নিবীণা থেকে প্রকাশিত হচ্ছে নতুন একটি অ্যালবাম। আগামী কোরবানীর ঈদ উপলক্ষে প্রকাশিত হতে যাওয়া এই অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘রঙের মানুষ’। অ্যালবামের প্রেম, বিরহ, বিচ্ছেদ ও আধ্যাত্মিক ধাঁচের বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন বাউল সাধক শফি মন্ডল ,চন্দনা মজুমদার ও পূর্ণ মিলন।
অ্যালবামের গান গুলোর মধ্যে ‘মাটির মানুষ’, ‘পরিচয়’, ‘রঙ তামশায়’, ‘চাঁন্দে তাঁরায়’, ‘দমের গাড়ী’ ও ‘বিশ্বাসে বিষ’ শিরোনামের গানগুলো নিয়ে বেশ আশাবাদী শিল্পীরা। ‘রঙের মানুষ’ অ্যালবামে প্রত্যেক শিল্পী দুটি করে গান গেয়েছেন। গানগুলো লিখেছেন শেখ সাইফুল্লাহ রুমী। ‘রঙের মানুষ’ অ্যালবামের সুর ও সংগীতায়োজন করেছেন গোলাম সারোয়ার।
সারাবাংলা/টিএস/এএসজি