Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াংকার সঙ্গে আর অভিনয় করবেন না সালমান!


২৮ জুলাই ২০১৮ ১৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

বিয়ের কারণে ‘ভারত’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার এমন সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ছবির প্রযোজক নিখিল নামিত। এনডিটিভি থেকে পাওয়া তথ্যমতে, মিড ডে পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াংকার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নিখিল। পিসিকে তিনি ‘অপেশাদার’ বলেও অভিহিত করেছেন।

সাক্ষাৎকারে নিখিল বলেছেন, ‘ প্রিয়াংকা আমাদের জানান বাগদানের কারণে ছবিতে অভিনয় করতে পারবেন না। শুটিং আরম্ভ হওয়ার মাত্র দুই দিন আগে প্রিয়াংকার এভাবে বিদায় নেয়াটা অপেশাদার আচরণ।’

পরিচালক আলি আব্বাস জাফরের টুইট থেকে তিনি প্রেমিক নিক জোনাসের সাথে বাগদান সম্পন্ন হওয়ার খবর জানতে পারেন বলে জানান।

বিজ্ঞাপন

এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার বদলে খোঁজা হচ্ছে নতুন নায়িকা। সালমান খান স্বয়ং নায়িকা খোঁজার দায়িত্ব নিয়েছেন। নায়িকা হিসেবে তার প্রথম পছন্দ ক্যাটরিনা কাইফ। তালিকার দ্বিতীয়তে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

গসিপ ম্যাগাজিন বলিউড লাইফ জানিয়েছে, সালমান খান আর কখনও প্রিয়াংকার সঙ্গে অভিনয় করতে চান না। যদিও এই ছবির মাধ্যমে দশ বছর পর আবার একসঙ্গে পর্দায় দেখার কথা ছিলো তাদের। আপাতত সেটা আর হচ্ছে না। আগামীতে ভক্তরা তাদেরকে কখনো বড় পর্দায় দেখতে পারবে কিনা সেটা সময়ের ওপর নির্ভর করছে। এমনও হতে পারে আর কখনো দেখাই গেলো না। কারণ সালমান খানের অভিমান যে বরাবর একটু বেশি।

সারাবাংলা/আরএসও/টিএস

প্রিয়াঙ্কা সালমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর