Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত অভিনেত্রী থাকবেন স্টার ওয়ার্সের নতুন ছবিতে!


২৯ জুলাই ২০১৮ ১৫:৪১

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

হাঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে প্রকাশ করা হলো স্টার ওয়ার্স সিনেমার নবম কিস্তির অভিনয় শিল্পীদের তালিকা। আর সেই তালিকার সঙ্গে সঙ্গে প্রকাশ পলো অবাক করা এক বিষয়। ২০১৬ সালে মারা যাওয়া অভিনেত্রী ক্যারি ফিশার আছেন নতুন এই ছবিতে!

কিভাবে তিনি থাকছেন এই সিনেমায়? সরাসরি তো আর থাকতে পারবেন না। তবে দৃশ্যে তাকে দেখা যাবে। ২০১৫ সালে মুক্তি পাওয়া স্টার ওয়ার্স: ফোর্স অ্যায়োকেন্স ছবিতে ক্যারি ফিশার অভিনীত কিছু অপ্রকাশিত দৃশ্য ব্যবহার করা হবে নবম কিস্তিতে। আর এইভাবে ক্যারি ফিশার থাকছেন নতুন ছবিতে। সিরিজে প্রিন্সেস লিয়ার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

৮১ বছর বয়সী অভিনেতা বিলি ডি উইলিয়ামস নবম কিস্তিতে থাকছেন ল্যান্ডে ক্যালরিশিয়ান চরিত্র নিয়ে। রিচার্ড ই. গ্র্যান্ট যুক্ত হচ্ছেন শিল্পীদের তালিকায়।

স্টার ওয়ার্স: ফোর্স অ্যায়োকেন্স ছবির পরিচালক জে জে আব্রাম তার সাক্ষাৎকারে ক্যারি ফিশারের প্রতি শ্রদ্ধা জানান। পিরিচালক এই অভিনেত্রীকে স্মরণ করে বলেন, ‘আমরা আসলে ফিশারকে সিনেমার মাধ্যমে স্মরণ ও শ্রদ্ধা জানানোর একটি উপায় খুঁজছিলাম। আর সে জন্যই এবার আমাদের এই প্রয়াস।’

১৯৭৭ সালে স্টার ওয়ার্স সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান মার্ক হামিল। লুক স্কাইওয়াকার হয়ে তিনিও ফিরছেন নবম কিস্তিতে। ব্রিটিশ অভিনেত্রী নাওমি অ্যকি থাকবেন ছিবিতে, তবে তার চরিত্র এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে বিবিসি।

স্টার ওয়ার্স : দ্য লাস্ট জেডি সিনেমার অনেক তারকা ও জনপ্রিয় শিল্পীরা থাকবেন নবম কিস্তিতে। তাদের মধ্যে ডেইজি রেডলি, জন বয়েগা, লুপিটা নঙো, ডোনাল গ্লিসন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

নবম কিস্তি স্টার ওয়ার্স