Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেকাব খুলে সামনে এলেন তারা- মুক্তি পেল ট্রেইলার


২৯ জুলাই ২০১৮ ১৮:৩৮ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ছবিটি নিয়ে কথা অনেক আগেই হয়ে গেছে। এখন মোটামোটি সবাই সিনেমাটির প্রায় সব চমকই জানেন। ছবির নাম প্রথমে ছিল মাস্ক। পরে হয়েছে নেকাব। কিছুদিন আগেই প্রকাশ হয়েছে ছবিটির পোস্টার। এবার প্রকাশ হলো সিনেমার ট্রেইলার।

সিনেমায় দেশের সুপারস্টার শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। এর আগেও শাকিব খান চালবাজ ও ভাইজান এলো রে সিনেমায় অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। নেকাব ছবিতে ভৌতিক কিছু উপাদান আছে, যা দর্শকদের দেবে বাড়তি আনন্দ। আর অন্যসব ভালোলাগার বিষয় তো আছেই।

শাকিব খান অভিনয় করলেও ‘নেকাব’ ছবিটি সম্পূর্ণ কলকাতার। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। আর এই ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা যাবে কলকাতার দুই লাস্যময়ী-আবেদনময়ীকে। তারা হলেন নুসরাত জাহান এবং সায়ন্তিকা। এই দুজনের বিপরীতে শাকিব খানের প্রথম সিনেমা এটি।

বিজ্ঞাপন

ছবির পরিচালক রাজীব কুমার। ছবির পোস্টার প্রকাশের সময় জানানো হয়েছিল, ঈদুল আযহায় পশ্চিমবঙ্গে মুক্তি দেয়া হবে ছবিটি। ‘নেকাব’ ছবিতে শাকিব একজন প্যারানরমাল যুবকের চরিত্রে অভিনয় করছেন। যার রয়েছে মৃতদের সঙ্গে কথা বলতে পারার বিশেষ ক্ষমতা।

সারাবাংলা/পিএ/পিএম

কলকাতা নুসরাত জাহান নেকাব শাকিব খান সায়ন্তিকা

বিজ্ঞাপন

নেইমারের গোলে সান্তোসের জয়
১৭ জুলাই ২০২৫ ১২:১৬

আরো

সম্পর্কিত খবর