Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণের হলো বিয়ে


২৭ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

বড়দিনের রেশ না কাটতেই টিভি অভিনেতা কল্যাণ কোরাইয়ার জীবনে এলো আরেক বড় উৎসব। বুধবার বিকেলে জীবনসঙ্গীকে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নিলেন তিনি। তেজগাঁও চার্চে শেষ হয় বিয়ের এ আনুষ্ঠানিকতা।

তার স্ত্রী গ্রেইস ভায়োলেট ডি’কস্তা। আমেরিকাপ্রবাসী গ্রেইস বড় হয়েছেন ঢাকাতেই। হলিক্রস স্কুল এন্ড কলেজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় শেষ করে আমেরিকায় গ্র্যাজুয়েশন করছেন তিনি।

 

কল্যাণের বাবার বন্ধুর মেয়ে গ্রেইস। পরিচয়টা তাই ছিলো আগে থেকেই। বুধবার বিকেলের পর থেকে এ পরিচয় পরিণত হলো পরিণয়ে।

বিয়ে পরবর্তী অনুষ্ঠান হবে সন্ধ্যা সাতটায়। সেখানে থাকবেন দুই পরিবারের আত্মীয়-স্বজন। জানুয়ারিতে কল্যাণ তার সহকর্মীদের নিয়ে করবেন বড় আয়োজন।

বিজ্ঞাপন

স্ত্রী গ্রেইসকে নিয়ে বাবা-মা’র সঙ্গে ঢাকার মনিপুরীপাড়ার বাসায় থাকবেন কল্যাণ। সিঙ্গাপুর, মালয়েশিয়া বা থাইল্যান্ডে হয়তো যাবেন বউকে নিয়ে। কিন্তু তার আগে, নবদম্পতি নতুন বছর উদযাপন করবেন কল্যাণের গ্রাম কালিগঞ্জে।

সারাবাংলা/কেবিএন

কল্যাণ বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর