Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোকার্নোতে পুরস্কৃত দেশের সিনেমা


৭ আগস্ট ২০১৮ ২০:৪০

লোকার্নো

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ৭১তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের বিভিন্ন কর্মযজ্ঞ। অনেক কাজের মধ্যে এই আয়োজনে অর্জন আছে বাংলাদেশের চলচ্চিত্রেরও। এবারের আসরের ওপেন ডোরস হাব-এ অংশ নেয়া মেহেদী হাসানের ফিল্ম প্রজেক্ট ‘স্যান্ড সিটি’ জিতে নিয়েছে উৎসবটির মর্যদাপূর্ণ ‘সিএনিসি’ পুরস্কার

সুইজারল্যান্ড থেকে মাহদী কথা বলেন সারাবাংলার সঙ্গে। তিনি জানান, ‘এটা সত্যি অনেক আনন্দের। এখানে অনেক চলচ্চিত্র পরিচালক-প্রযোজক তাদের প্রজেক্ট নিয়ে এসেছেন। বিচারকদের সামনে তাদের প্রজেক্টের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে আমার প্রজেক্টটি সিএনসি পুরস্কার জিতেছে। এটি একটি ফরাসি অনুদান।’

এই পুরস্কার পাওয়ার মাধ্যমে মাহদী হাসান তার সিনেমা ‘স্যান্ড সিটি’র জন্য পাবেন আট হাজার ইউরো। এছাড়াও তিনি পাবেন আন্তর্জাতিক সহ-প্রযোজক পাওয়ার সুযোগ। এই পুরস্কার মাহদীকে সুযোগ করে দেবে আন্তর্জাতিকভাবে ছবিটি পরিবেশনা করার। ‘স্যান্ড সিটি’ সিনেমার মূল প্রযোজক ‘আন্ডার কনস্ট্রাকশন’ খ্যাত পরিচালক রুবাইয়াত হোসেন এবং তার প্রতিষ্ঠান খনা টকিজ।

সিএনসি পুরস্কার ছাড়াও মাহদী পেয়েছেন জুরিখে রেসিডেন্সির সুযোগ। এটিও একটি সম্মাননা। যেটি অর্জনের ফলে আগামী আক্টোবর ও নভেম্বর মাসে তিনি জুরিখে থাকবেন। সেখানে থকে মাহদী তার সিনেমার চিত্রনাট্যসহ বিভিন্ন কাজ করার সুবিধা পাবেন। এছাড়াও মাহদী যে শহরে থাকবেন সেই শহরটি নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের সিনেমা নির্মাণ করবেন।

‘স্যান্ড সিটি’ সিনেমার পরিচালক প্রযোজক দুজনেই এখন রয়েছেন সুইজারল্যান্ডে। ১০ আগস্ট ঢাকায় ফিরবেন মাহদী হাসান।

বিজ্ঞাপন

লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের এই আসরে প্রদর্শিত হচ্ছে দেশের তিনটি সিনেমা। সিনেমাগুলো হলো আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লাইভ ফর্ম ঢাকা’, মেহেদী হাসান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেথ অব এ রিডার’ এবং অং রাখাইনের স্বল্পদৈর্ঘ্য ‘দ্য লাস্ট পোস্ট অফিস’।

সারাবাংলা/পিএ

খনা টকিজ মাহদী হাসান রুবাইয়াত হোসেন লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল স্যান্ড সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর