Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাধারণে অসাধারণ দুই সেলাই কর্মী


১০ আগস্ট ২০১৮ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুই ধাগা

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

সংসারী আনুশকা শর্মা, আর তার সঙ্গী বরুণ ধাওয়ান। এই জুটিকে দেখা যাবে নতুন সিনেমা ‘সুই ধাগা’-তে। পরিচালনা করেছেন শরৎ কাতারিয়া। সেলাই কর্মীদের সামাজিক যুদ্ধ নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। সেই সঙ্গে দেখানো হবে  ছোট্ট শহর থেকে আশা দুজন মানুষের স্বনির্ভর হয়ে ওঠার কাহিনী। আজ (১০ আগস্ট) যশরাজ ফিল্মস অনলাইনে সিনেমাটির পোস্টার প্রকাশ করেছে।

গ্ল্যামারাস চরিত্র থেকে বের হয়ে পোস্টারে তারা ধরা দিয়েছেন খুব সাধারণ রূপে। ছবিতে বরুণ ধাওয়ান মধ্যবয়সী দর্জি, আর আনুশকা তার স্ত্রী। পোস্টারে দেখা যাচ্ছে বরুণ সেলাই মেশিনের ওপর পা তুলে বসে আছে। পাশে শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন আনুশকা শর্মা। দু’জনের মুখেই হাসি।

বিজ্ঞাপন

এর আগে এই ছবির কয়েকটি শুটিংয়ের ছবি অনলাইনে প্রকাশ পেয়েছিল। প্রকাশ পাওয়ার পর সবাই তাদের প্রশংসা করেন। বিশেষ করে আনুশকাকে দেখে পরিচালক শরৎ কাতারিয়া বলেছিলেন, ‘ছবির সেট-এ অনুশকাকে সেলাই করতে দেখে আমি খানিকটা অবাক হয়েছিলাম। শুধু শুটিংয়ের জন্য সেলাই নয়, অনুশকা সত্যিই সেলাই করতে পারেন।’

১৩ আগস্ট ছবির ট্রেলার মুক্তি পাবে। ছবি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর। এই প্রথম একসঙ্গে কাজ করছেন আনুশকা-বরুণ। পরিচালক শরৎ কাতারিয়া জানিয়েছেন, ‘মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন’ মাথায় রেখেই ছবিটি নির্মিত করা হয়েছে।

সারাবাংলা/আরএসও/পিএ

আনুশকা শর্মা বরুণ ধাওয়ান সুই ধাগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর