ক্রিসক্রসে কতটা সফল জয়া
১১ আগস্ট ২০১৮ ১৩:০৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
গতকাল শুক্রবার (১০ আগস্ট) পশ্চিমবাংলায় মুক্তি পেয়েছে বিরসা দাশগুপ্তের ছবি ক্রিসক্রস। শুরু থেকেই ছবিটি নিয়ে আগ্রহ ছিলো সবার। আগ্রহের কারণ এর গল্প। মূলত পাঁচ নারীর বেঁচে থাকা ও বেঁচে থাকার মাধ্যমকে অবলম্বন করেই নির্মিত হয়েছে এই ছবি। তবে বাংলাদেশি সিনেমাপ্রেমীদের সিনেমাটি নিয়ে বেশি আগ্রহের কারণ এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
ক্রিসক্রসের পাঁচটি চরিত্রের নাম মেহের, ইরা, রূপা, সুজি এবং মিস সেন। এদের মধ্যে কেউ কেউ চাকরি খুঁজে হয়রান। কেউ আবার আপস না করা প্রতিবাদী চরিত্র। কেউ আছেন খুব সংসারী, জীবনের মানে হারিয়ে ফেলা ছাপোষা চরিত্র। ক্রিসক্রস মূলত জীবনের ক্রাইসিসের বিশদ বর্ণনা।
পশ্চিমবাংলার পত্রিকাগুলো জানাচ্ছে, প্রথম দিনে ভালোই সারা পেয়েছে ছবিটি। কলকাতার এলিট সমাজ ছবিটির প্রশংসা করেছে, হাততালি পেয়েছে মধ্যবিত্ত দর্শকদের কাছ থেকেও। ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহে ভালো আয় করবে ক্রিসক্রস।
ক্রিসক্রসে জয়া আহসানের চরিত্রটির নাম মিস সেন। নিঃসঙ্গতা বিলাসী এক মানুষ। জীবনের প্রতি প্রচণ্ড রকমের আসক্ত। জীবনকে উপভোগ করছেন স্বেচ্ছাচারীর মতো করে। তবে সাংসারিকভাবে তিনি একা। ছবিতে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। যদিও জয়ার বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগ। দর্শকরা বলছেন, এতোটা খোলামেলা না হলেও পারতেন।
পশ্চিমবাংলার আনন্দবাজার পত্রিকা অবশ্য জয়ার অভিনয়ে হতাশ। পত্রিকাটি লিখেছে, ‘জয়া কিন্তু এবার হতাশ করলেন। অভিনয় মোটেই খুলল না। ক্যারিয়ারের শীর্ষে পৌঁছনো নারীর সামাজিক আড়ষ্টতা প্রকাশ করতে গিয়ে অভিনয়ে কৃত্রিমতা এল। ‘বিসর্জন’, ‘ভালোবাসার শহর’-এর জয়াকে খুব মিস করছিলাম। বরং ছটফটে ইরার চরিত্রে মিমিকে বেশ লাগে।’
এদিকে জয়া আছেন বেশ ফুরফুরে মেজাজে। কারণ ছবিতে নিজের চরিত্রটি বেশ ভালো লেগেছে তার। নিজের অভিনয় নিয়েও সন্তুষ্ট তিনি।
এদিকে, চলতি বছরে জয়া আহসানের দুটি ছবি মুক্তি পাবে বাংলাদেশে। এর একটি অনম বিশ্বাসের ‘দেবী’। ছবিটি প্রযোজনাও করেছেন জয়া। অন্য ছবিটি মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’। এছাড়া কলকাতা থেকে তার চারটির মতো সিনেমা মুক্তির প্রতীক্ষায় আছে।
সারাবাংলা/টিএস/পিএম