তবে কি শেষ পর্যন্ত আমির খান!
১১ আগস্ট ২০১৮ ১৩:২৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
গুলশান কুমার, ভারতীয় সংগীত জগতের মুঘল। তার জীবনের নানা দিক নিয়ে যে ছবি নির্মিত হচ্ছে সে খবর পুরনো। ছবির নামও জানা হয়ে গেছে সবার, ’মুঘল’। তবে নতুন খবর ঘোষণা করা হয়েছে ‘মুঘল’ ছবির মুক্তির তারিখ। ২০১৯ এর ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি। ভারতীয় একটি অনলাইন পোর্টালের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ফিল্মফেয়ার।
‘মুঘল’ ছবিটি প্রযোজনা করছেন গুলশান কুমারের ছেলে ভূষণ কুমার। তার সঙ্গে এতে সহ-প্রযোজক হিসেবে থাকছেন বলিউডের শক্তিমান অভিনেতা আমির খান। আমির খান ছবিটির সঙ্গে যুক্ত হবার পর থেকেই ছবিটি নিয়ে বলিউড পাড়ায় জোর আলোচনা শুরু হয়। তবে কবে নাগাদ ছবির দৃশ্য ধারণের কাজ আরম্ভ হবে সেটির সঠিক তথ্য পাওয়া যাচ্ছিলো না। এবার জানা গেলো সেই তথ্যও। আসছে বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে ছবির শুটিং।
ছবির মূল প্রযোজক টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার বলেন,‘আমরা খুব শিগগিরই ছবির বিষয়ে বিস্তারিত জানাবো। তবে ২০১৯ সালের শুরুর দিকে ছবির কাজ আরম্ভ করার ব্যাপারে আশাবাদী।’
ছবিতে গুলশান কুমার চরিত্রে কে অভিনয় করছেন? এই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা তৈরি হয়েছে। শুরুতে বলিউড খিলাড়ী অক্ষয় কুমারের অভিনয় করার কথা থাকলেও চিত্রনাট্য পরিবর্তন করার কারণে ছবি থেকে সরে দাঁড়ান তিনি। এরপর রণবীর কাপুরকে অভিনয় করার প্রস্তাব দেয়া হয়। যদিও রণবীর এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। আবার গুজব উঠেছে আমির খান নিজেই অভিনয় করবেন। বিষয়টিকে উড়িয়েও দেয়া যাচ্ছে না। কারণ ভিন্নধর্মী গল্পের দিকে আমিরের দুর্বলতার কথা সবার জানা। আমিরের পরামর্শে যেহেতু ছবির চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়েছে সেহেতু গুলশান কুমার চরিত্রে আমিরকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে শেষ পর্যন্ত ছবিতে কে অভিনয় করছেন সেটা জানতে আরও কিছু সময় লাগবে।
দিল্লির একজন সাধারণ ফলের রস বিক্রেতার ঘরে জন্ম হয়েছিল গুলশান কুমারের। পরবর্তী সময়ে ‘টি সিরিজ’ প্রতিষ্ঠা করে তিনি হয়েছিলেন ভারতের সংগীত জগতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ১৯৯৭ সালে এক মন্দিরের বাইরে সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি। ২০০১ সালে বিনোদ জগদীপ নামের এক ব্যক্তি গুলশান কুমারকে হত্যা করেছেন বলে দোষ স্বীকার করেন।
আলোচিত নির্মিতব্য ছবিটি পরিচালনা করবেন সুভাষ কাপুর। তিনি এর আগে ‘জলি এলএলবি’ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন।
সারাবাংলা/আরএসও/পিএম
অক্ষয় কুমার আমির খান গুলশান কুমার ভূষন কুমার মুঘল রনবীর কাপুর