Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেম করছেন সারা-সিদ্ধার্থ?


২৯ ডিসেম্বর ২০১৭ ১০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

আলিয়া ভাট ও সিদ্ধার্থের প্রেম কাহিনী বলিউডের সবার জানা। ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ সিনেমার পর থেকেই চুটিয়ে প্রেম করছেন এই জুটি! তবে কোহলি ও আনুশকা শর্মার রিসেপশনে দেখা গেলো ভিন্ন চিত্র! সেন্ট রেগিস বলরুমে সেদিন যেখানেই দেখা গেল সারাকে, তার পিছু-পিছু দেখা গেল সিদ্ধার্থকেও! এরপর থেকেই বি-টাউনে রটেছে সাইফকন্যা সারা আলি খান ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের খবর।

জি-নিউজের খবর মতে, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়া ভাটের সম্পর্কের ভাঙন নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। অবশ্য শাহরুখ খানের জন্মদিনে বাদশার বাংলোয় একসঙ্গে দেখা যায় সিদ্ধার্থ, আলিয়াকে। কিন্তু, এবার সারার সঙ্গে সিদ্ধার্থ। তবে কী আলিয়ার হাত ছেড়ে সারার হাত ধরবেন সিদ্ধার্থ?

বিজ্ঞাপন

আলিয়াকে ছেড়ে সারার সঙ্গে সিদ্ধার্থের কিসের ভাব? এমন কথাও চাউর হচ্ছে ভক্তদের মধ্যে। তবে শোনা যাচ্ছে-‘কেদারনাথ’ সিনেমার পর শিগগিরই সিদ্ধার্থের সঙ্গে আরো একটি ছবিতে দেখা যেতে পারে সারাকে। অনেকে বলছেন, ওই ছবির জন্যই সম্প্রতি একসঙ্গে দেখা যাচ্ছে এই দুজনকে।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর