Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা পার্শ্ব অভিনেতা ভিকি কুশল


১৪ আগস্ট ২০১৮ ১৬:৫৫ | আপডেট: ১৪ আগস্ট ২০১৮ ১৯:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

তিন বছরের বলিউড ক্যারিয়ার মাত্র। এরইমধ্যে বলিউডের উদীয়মান তারকা বনে গেছেন অভিনেতা ভিকি কুশল। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। সবশেষ তাকে দেখা গিয়েছে রাজ কুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’ ছবিতে। বলিউড ব্যাডবয় সঞ্জয় দত্তর’র বায়োপিকে ভিকি অভিনয় করেছেন সঞ্জয়ের বন্ধুর চরিত্রে। ছবিতে তার চরিত্রের নাম ছিল কমলেস কাপাসি।

তার অভিনয় বলিউড বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছিল। সেই প্রশংসার রেশ ধরেই তিনি জয় করলেন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-২০১৮ এর সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিজ্ঞাপন

https://www.instagram.com/p/BmaVBMjBq9J/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control

অ্যাওয়ার্ড গ্রহণের সময় ভিকি জুরি বোর্ড সদস্যদের কৃতজ্ঞতা জানান। এ সময় অনুষ্ঠানে আগত দর্শকরা তার কাছ থেকে ‘সঞ্জু’ ছবিতে তার বলা একটি সংলাপ বলার জন্য অনুরোধ করেন। তিনি দর্শকদের সেই অনুরোধ রেখে ‘সঞ্জু’ ছবিতে নিজের প্রিয় একটি সংলাপ বলেন।


আরও পড়ুন :  কে কি বললো সেটা ভাবলে এখানে আসতে পারতাম না- শ্রীলেখা মিত্র


সম্প্রতি ভিকি কুশল অভিনীত ত্রিভুজ প্রেমের গল্পের ছবি ‘মনমর্জিয়া’র ট্রেইলার মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন অনুরাগ ক্যাশপ। এমনকি তিনি বলিউডের তারকা প্রযোজক করন জোহর-এর ‘তাখত’ ছবিতে অভিনয় করছেন। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালে।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

অভিনেতা ভিকি কুশল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর