Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহায় জিটিভির যতো আয়োজন


২০ আগস্ট ২০১৮ ১৮:৫৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।। 

ঈদুল আজহার সাতদিনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে গাজী টেলিভিশন। নাটক, সিনেমার পাশাপাশি বিভিন্ন ধরনের গেম শো দেখাবে বেসরকারি এই স্যাটেলাইট চ্যানেলটি। থাকবে তারকাদের ঈদ বিষয়ক স্মৃতিচারণ, আলোচনা ও সংগীতানুষ্ঠান। জিটিভির পুরো ঈদ আয়োজনটি তুলে ধরা হলো সারাবাংলার পাঠকদের জন্য।

ঈদের দিন (২২ আগস্ট ২০১৮):

  • ১০টা ১৫মি:  বিশেষ বাংলা ছায়াছবি ‘মা আমার বেহেস্ত’ (পপি , অমিত হাসান)
  • ২টা ৪০মি: বাংলা ছায়াছবি ‘সবার উপরে তুমি’, অভিনয়ে : শাকিব খান, স্বস্তিকা, আহমেদ শরীফ, মিশা সওদাগর, ভিক্টর ব্যানার্জী প্রমুখ।
  • ৬ টা ০০মি: ঈদ স্পেশাল  গেইম শো ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’
  • ৭ টা ৩০মি: ঈদের বিশেষ নাটক ‘তোমার আমার কথা’ (পরিচালনা : চয়নিকা চৌধুরী, অভিনয়ে : সুবর্ণা মুস্তাফা, রিচি, শাহেদ)
  • ৯টা ০০মি: ঈদের বিশেষ সেলিব্রেটি শো
  • ৯টা ৩০মি: ও হেনরির দ্যা স্প্রিং টাইম গল্পের ছাঁয়া অবলম্বনে নাটক  ‘এক ফাগুনে’ (পরিচালনা : ফেরদৌস হাসান, অভিনয়ে : ইমন, তানজিকা)
  • ১১টা ০০মি: ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘বাপ বেটার বিয়ে’ (পরিচালনা : মীর সাব্বির, অভিনয়ে :মীর সাব্বির, অহনা, সাঈদ বাবু প্রমুখ। )
  •  ১১টা ৫০মি: ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ (ব্যান্ড : সভ্যতা)

ঈদের ২য় দিন (২৩ আগস্ট ২০১৮):

  • ১০টা ১৫মি:  বিশেষ বাংলা ছায়াছবি ‘এক জবানের জমিদার’, অভিনয়ে : আমিন খান, সিলভী, হুমায়ুন ফরিদী, ওমর সানী প্রমুখ।
  • ২টা ৪০মি:  বিশেষ বাংলা ছায়াছবি ‘প্রাণ সজনী’, অভিনয়ে : তাপস পাল, অঞ্জু ঘোষ, সাদেক বাচ্চু প্রমুখ।
  • ৬ টা ০০মি: ঈদ স্পেশাল  গেইম শো ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’
  • ৭ টা ৩০মি: ঈদের বিশেষ নাটক ‘তোমার অপেক্ষায়’ (পরিচালনা : মাহমুদুর রহমান হিমি, অভিনয়ে : অপূর্ব, মেহজাবিন)
  • ৯টা ০০মি: ঈদের বিশেষ সেলিব্রেটি শো
  • ৯টা ৩০মি: সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘না পাঠানো চিঠি’ অবলম্বনে নাটক  ‘চিঠি’ (পরিচালনা :আসুতোষ সুজন, অভিনয়ে : উর্মিলা, অপু, রিফাত চৌধুরী, তারেক মাহমুদ)
  • ১১টা ০০মি: ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘ভাগের মা’ (পরিচালনা : দিপু হাজরা, অভিনয়ে : চঞ্চল চৌধুরী,  নাদিয়া, সাহনাজ খুশি, আখম হাসান)
  •  ১১টা ৫০মি: ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ (ব্যান্ড : সহজিয়া)

ঈদের ৩য় দিন (২৪ আগস্ট ২০১৮):

বিজ্ঞাপন
  • ১০টা ১৫মি:  বিশেষ বাংলা ছায়াছবি ‘প্রতিবাদী মাস্টার’, অভিনয়ে : মান্না, মৌসুমী, মিশা সওদাগর প্রমুখ।
  • ২টা ৪০মি: বিশেষ বাংলা ছায়াছবি ‘পুড়ে যায় মন’, অভিনয়ে : সায়মন, পরীমনি, আলিরাজ প্রমুখ।
  • ৬ টা ০০মি: ঈদ স্পেশাল গেইম শো ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’
  • ৭ টা ৩০মি: ঈদের বিশেষ নাটক  ‘বৃত্ত’ (পরিচালনা : আবু হায়াত মাহমুদ, অভিনয়ে : চঞ্চল চৌধুরী,  নুসরাত ইমরোজ তিশা প্রমুখ)
  • ৯টা ০০মি: ঈদের বিশেষ সেলিব্রেটি শো
  • ৯টা ৩০মি: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চারুলতা’ চরিত্র অবলম্বনে নাটক  ‘চারুলতা কেমন আছো তুমি’ (পরিচালনা : কামাল খান, অভিনয়ে : মৌসুমী নাগ, নিরব, আহসান হাবিব নাসিম, স্বাগতা, দীপা খন্দকার প্রমুখ)
  • ১১টা ০০মি: ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘ বিউটি বদু’ (পরিচালনা : অরণ্য আনোয়ার, অভিনয়ে : শখ, আরফান আহমেদ প্রমুখ)
  •  ১১টা ৫০মি: ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ (ব্যান্ড : চিৎকার)

ঈদের ৪র্থ দিন (২৫ আগস্ট):

  • ১০টা ১৫মি:  বিশেষ বাংলা ছায়াছবি ‘বাচাঁর লড়াই’ (ইলিয়াছ কাঞ্চন, দিতি)
  • ২টা ৪০মি: বিশেষ বাংলা ছায়াছবি ‘তুমি আমার মনের মানুষ’, অভিনয়ে : শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।
  • ৬ টা ০০মি: ঈদ স্পেশাল  গেইম শো ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’
  • ৭ টা ৩০মি: ঈদের বিশেষ নাটক ‘আমার নাম মানুষ’ (পরিচালনা : সাফায়াত মনসুর রানা, অভিনয়ে : জন কবির, অপর্ণা প্রমুখ।)
  • ৯টা ০০মি: ঈদের বিশেষ সেলিব্রেটি শো
  • ৯টা ৩০মি: সুচিত্রা ভট্টাচার্যের ‘অন্য বসন্ত’ উপন্যাস অবলম্বনে নাটক  ‘ভিন্ন বসন্ত’ (পরিচালনা : গোলাম মোস্তফা শিমুল, অভিনয়ে : ফজলুর রহমান বাবু, সাব্বির আহম্মেদ, ভাবনা, আরমান পারভেজ মুরাদ। )
  • ১১টা ০০মি: ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘টেনশন মাস্টার’ (পরিচালনা : শামীম জামান, অভিনয়ে : শামীম জামান, আখম হাসান, অহনা, শানারেই দেবী শানু প্রমুখ। )
  •  ১১টা ৫০মি: ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ (ব্যান্ড : বে অব বেঙ্গল)

ঈদের ৫ম দিন (২৬ আগস্ট):

বিজ্ঞাপন
  • ১০টা ১৫মি: বিশেষ বাংলা ছায়াছবি ‘বাস্তব’ (মান্না, মৌসুমী, পূর্ণিমা)
  • ২টা ৪০মি: বিশেষ বাংলা ছায়াছবি ‘এক জনমের প্রেম’, অভিনয়ে : সাঈফ খান, নদী , সপ্না, মিশা সওদাগর প্রমুখ।
  • ৬ টা ০০মি: ঈদ স্পেশাল  গেইম শো ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’
  • ৭ টা ৩০মি: ঈদের বিশেষ নাটক ‘বলা হলো না’ (পরিচালনা : রুবেল হাসান, অভিনয়ে : শবনম ফারিয়া, তানভীর হুদা প্রমুখ।)
  • ৯টা ০০মি: ঈদের বিশেষ সেলিব্রেটি শো
  • ৯টা ৩০মি: সেলিনা হোসেনের  ‘গায়ত্রীসন্ধ্যার ছাঁয়া’ উপন্যাস অবলম্বনে নাটক  ‘অনুপ্রবেশ’ (পরিচালনা : শুভ্র খান, অভিনয়ে : সোহানা সাবা, হিল্লোল, আব্দুল্লাহ রানা।)
  • ১১টা ০০মি: ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘ঢাকাইয়্যা নবাব’ (পরিচালনা : দেবাশীষ বড়–য়া দ্বিপ , অভিনয়ে : তৌকির আহমেদ, মৌসুমী হামিদ প্রমুখ। )
  •  ১১টা ৫০মি: ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ (ব্যান্ড : কর্নিভাল)

ঈদের ৬ষ্ঠ দিন (২৭ আগস্ট):

  • ১০টা ১৫মি:  বিশেষ বাংলা ছায়াছবি ‘সমাজকে বদলে দাও’, অভিনয়ে : রাজ্জাক মান্না, শাবনুর, ডিপজল
  • ২টা ৪০মি:  বিশেষ বাংলা ছায়াছবি ‘মন মানে না ’ পরিচালনা :  মতিন রহমান, অভিনয়ে : রিয়াজ, শাবনুর প্রমুখ।
  • ৬ টা ০০মি: ঈদ স্পেশাল  গেইম শো ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’
  • ৭ টা ৩০মি: ঈদের বিশেষ নাটক ‘ডিজিটাল ফ্যামেলী’ (পরিচালনা : নিয়াজ কামরান আবির, অভিনয়ে : ইমি, রনো মজুমদার, আবিদা প্রমুখ।)
  • ৯টা ০০মি: ঈদের বিশেষ সেলিব্রেটি শো
  • ৯টা ৩০মি: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্যামিলিয়া’  কবিতা অবলম্বনে নাটক  ‘অর্কিড-এর স্বপ্ন’ (পরিচালনা : দিপু হাজরা , অভিনয়ে : ফারহানা মিলি, আনিসুর রহমান মিলন প্রমুখ।)
  • ১১টা ০০মি: ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘ওরে বাবা মান সম্মান-২’ (পরিচালনা : কচি খন্দকার, অভিনয়ে : কচি খন্দকার, হিমি, মুসাফির সৈয়দ বাচ্চু, সাজু খাদেম প্রমুখ। )
  •  ১১টা ৫০মি: ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ (ব্যান্ড : উন্মাদ)

ঈদের ৭ম দিন (২৮ আগস্ট):

  • ১০টা ১৫মি:  বিশেষ বাংলা ছায়াছবি ‘ঘরের লক্ষী’ ( পরিচালনা : আজাদী হাসনাত ফিরোজ, অভিনয়ে : আলমগীর, ববিতা, ফেরদৌস , শাবনুর প্রমূখ।)
  • ২টা ৪০মি:  বিশেষ বাংলা ছায়াছবি ‘বিয়ে বাড়ী’ পরিচালনা :  আলমগীর হোসাইন, অভিনয়ে :  রাজ্জাক, ববিতা, শাকিব খান, রোমানা প্রমুখ।
  • ৬ টা ০০মি: ঈদ স্পেশাল  গেইম শো ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’
  • ৭ টা ৩০মি: ঈদের বিশেষ নাটক ‘গল্পের ভেতর গল্প’ (পরিচালনা : গৌতম কৌরী, অভিনয়ে : জোভান, প্রভা, মৌরী সেলিম প্রমুখ।)
  • ৯টা ০০মি: ঈদের বিশেষ সেলিব্রেটি শো
  • ৯টা ৩০মি: কাজী নজরুল ইসলামের  ‘মেহের নেগার’ উপন্যাস অবলম্বনে নাটক  ‘মেহের নেগার’  (পরিচালনা : সাজ্জাদ সুমন, অভিনয়ে : শ্যামল মাওলা, সানজিদা প্রিতী, হিমি প্রমুখ।)
  • ১১টা ০০মি: ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘বাবার বিয়ে’ (পরিচালনা : হাসান সিকদার, অভিনয়ে : দীপা খন্দকার, রওনক হাসান, ফারুক আহমেদ প্রমুখ। )
  •  ১১টা ৫০মি: ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ (ব্যান্ড : আফটার ম্যাথ)

‘গাজী টেলিভিশনের কয়েকটি বিশেষ অনুষ্ঠান’

  • ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’

ঈদের খুশিতে সবাই যে যার আপন জনের কাছে ছুটে যায়। একসাথে আনন্দ করার জন্য। কিন্তু এমন কিছু পেশার মানুষ আছেন যারা অন্যের উৎসব পালন নিরাপদ করতে ত্যাগ করেন নিজের ইচ্ছাকে। এমনই বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ নিয়ে জিটিভির ঈদের বিশেষ গেইম শো ‘যাদের ত্যাগে আমাদের উৎসব’। উপস্থাপনায় শ্রাবন্য তৌহিদা। এই গেম শোতে থাকছেন- ডাক্তার, সিটি কর্পোরেশনের ক্লিনার, এয়ার হোস্টেজ এবং পাইলট, র‌্যাব, সাংবাদিক এবং পুলিশ। মাহাদী হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি জিটিভির ঈদ উৎসবে প্রথম দিন থেকে ৭ম দিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে।

  • বিরতিহীন মিউজিক্যাল লাইভ শো ‘জি-মিউজিক ফ্যাস্টিভাল’

এবারের ঈদ উল আজহায় জিটিভি আয়োজন করেছে ৭দিনব্যাপী বিশেষ বিরতিহীন লাইভ মিউজিক্যাল শো’ জি মিউজিক ফ্যাস্টিভাল’। অনুষ্ঠানে ৭টি ব্যান্ড অংশগ্রহণ করবেন। ঈদের দিন গাইবে ব্যান্ড সভ্যতা। ২য় দিন সহজিয়া, ৩য় দিন চিৎকার, ৪র্থ দিন বে অব বেঙ্গল, ৫ম দিন কার্নিভাল, ৬ষ্ঠ দিন উন্মাদ এবং ৭ম দিন আফটার ম্যাথ ব্যান্ড। মেটালিক ব্যান্ডের ভোকাল ত্রিদিবের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল হাসান। জিটিভির ঈদ আয়োজনে ঈদেও দিন থেকে ৭ম দিন রাত ১১টা ৫০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে।

  • বিরতিহীন টেলিফিল্ম ‘তোমার আমার কথা’

চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম ‘তোমার আমার কথা’ । টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রিচি, শাহেদ শরীফ খান প্রমুখ। টেলিফিল্মটি জিটিভির ঈদ আয়োজনের ঈদের দিন ৭টা ৩০ মিনিটে প্রচার হবে।

  • বিরতিহীন আঞ্চলিক নাটক ‘বাপ বেটার বিয়ে’

ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘বাপ বেটার বিয়ে’। মীর সাব্বিরের রচনা ও পরিচালনায় নটাকওে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মীর সাব্বির, অহনা, সাঈদ বাবু প্রমুখ। নাটকটি জিটিভির ঈদ আয়োজনের ঈদের দিন রাত ১১টায় প্রচার হবে।

  • বিরতিহীন টেলিফিল্ম  ‘তোমার অপেক্ষায়’

ঈদের বিশেষ টেলিফিল্ম ‘তোমার অপেক্ষায়’ । পরিচালনা : মাহমুদুর রহমান হিমি, অভিনয়ে : অপূর্ব , মেহজাবিন প্রমুখ। টেলিফিল্মটি জিটিভির ঈদ আয়োজনের ঈদের ২য় দিন ৭টা ৩০ মিনিটে প্রচার হবে।

  • বিরতিহীন আঞ্চলিক নাটক ‘ভাগের মা’

ঈদের বিশেষ আঞ্চলিক নাটক ‘ভাগের মা’। বৃন্দাবন দাসের  রচনা ও দীপু হাজরার পরিচালনায় নটাকরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী,  নাদিয়া, সাহনাজ খুশি, আখম হাসান প্রমুখ। নাটকটি জিটিভির ঈদ আয়োজনের ঈদের ২য় দিন রাত ১১টায় প্রচার হবে।

সারাবাংলা/টিএস/পিএ

ঈদ ঈদুল আজহা জিটিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর