ঈদের নাটক ‘লালাই’
২১ আগস্ট ২০১৮ ১৬:৩৭
।। সারাবাংলা ডেস্ক।।
ঢাকা: প্রিয় পোষা গরুর প্রতি মালিকের অনবদ্য ভালোবাসার কাহিনি নিয়ে নির্মিত নাটক ‘লালাই’ দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। আর চমৎকার গল্পটি লিখেছেন আনিসুর বুলবুল।
নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। এ ছাড়াও নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আরিত্রা, রকি খান, সাগর হুদা ও সিয়াম নাসির।
‘লালাই’ প্রসঙ্গে অভিনেতা আফরান নিশো বলেন, ‘গল্পের গভীরতা রয়েছে। অনেক হৃদয়বিদারক একটি গল্পে কাজ করলাম। অভিনয় করতে গিয়ে খুব বাস্তব একটা অনুভূতি হৃদয়ে কাজ করেছে। নিজের গেট-আপও পরিবর্তন করেছি চরিত্রের প্রয়োজনে। আমি বিশ্বাস করি দর্শকদের গভীরভাবে নাড়া দেবে নাটকটি।’
নির্মাতা মাবরুর রশিদ বলেন, ‘কোরবানির একটি গরুকে কেন্দ্র করে গল্পটির শুরু ও শেষ। আমি আত্মবিশ্বাসী যে, এটি নির্মাণ ভালো হয়েছে, আর গল্পটিও অসাধারণ। বাকিটা দর্শকরা বিচার করবে।’
লেখক আনিসুর বুলবুল বলেন, ‘লালাই’ আমার প্রিয় গল্পগুলোর একটি। ঈদে দর্শক গল্পকে বাস্তবচিত্রে দেখতে পারবেন। নাটকটি দর্শকপ্রিয়তা পেলে আমার ভালো লাগবে। এখানেই লেখকের সার্থকতা।’
সারাবাংলা/একে